মোটরসাইকেলে বেড়াতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে তাদের শিশুসন্তান। শুক্রবার (১০ নভেম্বর) রাতে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– সোনারগাঁয়ের পানামনগর এলাকার বাসিন্দা নাজমুল ইসলাম বাবু (৩৪) এবং তাহমিনা আক্তার (৩০)। তাদের আহত শিশুসন্তানের নাম তাহরিন জাহান ফাহা (৬)।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে মোটরসাইকেলে শিশুসন্তানসহ রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে যান ওই দম্পতি। সেখান থেকে ফেরার পথে রাত ৭টার দিকে কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। ঘটনার পরপরই স্থানীয়রা আহত শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, ‘এই ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে রূপগঞ্জ থানায় আনা হয়েছে। এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’