লেবুর খোসা জমিয়ে রাখবেন যে কারণে

ঘরের মেঝে, কিচেনের সিঙ্ক, কাচের টেবিল, গ্যাসের চুলা কিংবা মাইক্রোওয়েভ পরিষ্কার করতে আমরা ব্যবহার করি নানা ধরনের ক্লিনার। এগুলো যেমন রাসায়নিকযুক্ত, তেমনি দামেও সাশ্রয়ী নয়। তার উপর একেকটা জিনিস পরিষ্কারের জন্য একেক ধরনের ক্লিনার পাওয়া যায় বাজারে। কেমন হয় যদি রাসায়নিকমুক্ত উপায়ে একটি ক্লিনার দিয়েই পরিষ্কার করতে পারেন সব? লেবু খেয়ে খোসা ফেলে না দিয়ে যদি জমিয়ে রাখেন, তবে সহজেই বানিয়ে ফেলতে পারবেন জাদুকরী এই ক্লিনার। প্রাকৃতিক কয়েকটি উপাদান দিয়ে কীভাবে ‘মাল্টিপারপাস ক্লিনার’ তৈরি করবেন জেনে নিন।

জমিয়ে রাখা লেবুর খোসা ছোট ছোট করে কুচিয়ে স্প্রে বোতলে ভরে নিন। এবার বোতলের অর্ধেক ভিনেগার এবং ১ চা চামচ লবণ দিয়ে দিন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। তবে খেয়াল রাখতে হবে যে বোতলের মধ্যে এই মিশ্রণটি রাখছেন, তা যেন বায়ুরোধী হয়। কাচের হলে আরও ভালো। সিঙ্ক, ওভেন, চুলা কিংবা কাচের টেবিল পরিষ্কারের জন্য ব্যবহার করুন এই মিশ্রণ।

লেবুর খোসা দিয়ে আরও যা করতে পারেন 

  • ঘরের ভ্যাপসা গন্ধ দূর করতে চাইলে একটি প্যানে পানি নিয়ে চুলায় দিন। কয়েক টুকরা লেবুর খোসা দিয়ে জ্বাল বাড়িয়ে দিন। ফুটে উঠলে জ্বাল কমিয়ে দিন। ধীরে ধীরে ঘরের দুর্গন্ধ দূর হবে।
  • কাপড় থেকে হলদে দাগ ওঠাতে চাইলে কয়েক ফোঁটা লেবুর রস ছিটিয়ে খোসা দিয়ে ঘষে রোদে দিন। এভাবে কয়েকবার করলে দাগ উঠে যাবে।
  • দাঁত ঝকঝকে করতে লেবুর খোসা ঘষে নিন দাঁতে।    
  • লেবুর খোসা মিহি করে কেটে ব্যবহার করতে পারেন তরকারি রান্নায় কিংবা সালাদে। চমৎকার সুগন্ধ আসবে।
  • কাটিং বোর্ডের গন্ধ দূর করতে সামান্য লবণ ছড়িয়ে এক টুকরো লেবুর খোসা ঘষে নিন।
  •