‘শুভেন্দুর বিজেপি যোগের পিছনে হাত সৌগত রায়ের!’ বিস্ফোরক অভিযোগ মদনের

কামারহাটি পুরসভার কাজকর্ম নিয়ে চেয়ারম্যান গোপাল সাহাকে ধমক দিয়েছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এবার সাংসদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বৃহস্পতিবার  সৌগত রায়ের বক্তব্য প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে মদন মিত্র বলেন, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়ার পিছনে সৌগত রায়ের অবদান সবচেয়ে বেশি। তিনি সাংসদের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ তোলেন।

সম্প্রতি এক জানসভায় বক্তব্য রাখতে গিয়ে গোপাল সাহাকে ধমক দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, ‘কামারহাটি পুরসভায় ঠিক মতো কাজ হচ্ছে না। মানুষ পরিষেবা পাচ্ছে না। পুরসভায় একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে তমাল দত্ত নামে। পুরসভা থেকে ময়লার গাড়ি বা অন্য কোন সবিধা চাওয়া হলে তমাল দত্তের অনুমতি নিতে হয়। এই তামল দত্ত কে এমন মহাপুরুষ? সে তো সাসপেন্ড হয়ে গিয়েছে।’

সাংসদের এই বক্তব্যের প্রক্ষিতে মদন মিত্র বলেন, ‘শুভেন্দু অধিকারীর বিজেপিতে যাওয়ার পিছনে ওর অবদান সবচেয়ে বেশি। উনি মধ্যস্থতা করেছেন, দলবিরোধী কাজ করেছেন। তৃণমূল কংগ্রেস যদি কোনও কমিশন বসায় তাহলে আমি মুখোমুখি হতে রাজি।’

এখানেই শেষ করেননি কামারহাটির বিধায়ক। তিনি আরও বলেন, ‘সৌগত রায় সব সময় তৃণমূলকর্মীদের অপমান করেন। আমি এটা কোনও ভাবেই মেনে নেব না। আসলে উনি বুঝতে পারছেন, যে কামারহাটি বিধানসভা ওনাকে বেশি লিড দিয়েছিল সেখানেই তৃণমূল কর্মীদের মনে চিড় ধরেছে।’

মদন মিত্র পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনি কামারহাটি বিধানসভার মানুষদের কী পরিষেবা দিয়েছেন? আসলে উনি অস্বচ্ছ তাই স্বচ্ছ হওয়া চেষ্টা করছেন। আপনি তৃণমূল কর্মীদের কালো বলে সাদা হওয়ার চেষ্টা করছেন কেন?’

কামারহাটির বিধায়কের সঙ্গে সাংসদ সৌগত রায়ের সম্পর্ক যে অম্লমুধর তা ওয়াকিবহালমহল মাত্রই জানেন। এর আগেও সৌগত রায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় মুখ খুলেছেন মদন মিত্র। তবে লোকসভা ভোটের আগে এই মদনের এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

মদন বলেন, ‘আপনার ৭২-এ চলে যাওয়া উচিত ছিল ৮২ হয়ে গিয়েছে। এখনও আপনি বলছেন শেষ বারের জন্য মাটি চাই। সেটা পার্টির ব্যাপার আমার কোনও বক্তব্য নেই। ’