Bihar: বিহারে চাকরি, ভর্তিতে ৭৫ শতাংশ পর্যন্ত সংরক্ষণ! জাতিগত গণনার হাতেনাতে ফল

বৃহস্পতিবার বিহার বিধানসভা সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংরক্ষণ সংক্রান্ত নয়া বিল পাস করেছে। সংবাদ সংস্থা পিটিআই সূ্ত্রে জানা গিয়েছে, বর্তমানে সংরক্ষণ করা রয়েছে ৬০ শতাংশ। সেই সংরক্ষণের মাত্রা বৃদ্ধি করে ৭৫ শতাংশ করা হয়েছে। এর সঙ্গেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করা রয়েছে। এই সংরক্ষণটা একেবারে বাধ্যতামূলক।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওবিসিদের জন্য সংরক্ষণ ১৮ শতাংশ। অত্যন্ত পিছিয়ে পড়া শ্রেণীদের জন্য সংরক্ষণ করা রয়েছে ২৫ শতাংশ, তফসলি জাতিদের জন্য সংরক্ষণ করা রয়েছে ২০ শতাংশ আর তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণ করা রয়েছে ২ শতাংশ।

এদিকে দিন দুয়েক আগেই বিহার বিধানসভা একটি স্পেশাল মিটিংয়ের মাধ্যমে এই বিল পাশ করা হয়েছিল। এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগেই জানিয়েছিলেন, জাতিগত সমীক্ষার প্রভাব এই নয়া সংরক্ষণের মধ্য়ে রয়েছে। পিছিয়ে পড়া জাতিদের জন্য কোটা আরও বৃদ্ধি করা হচ্ছে।

চলতি বছরের ২ অক্টোবর বিহার সরকারের জাতিগত সমীক্ষা হয়েছে। প্রথম পর্যায়ে এই কাস্ট সমীক্ষা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, OBC, EBC-এর সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ।

এদিকে এই জাতিগত গণনার পরে যে রিপোর্ট সামনে এসেছে তাতে বিহারের আর্থ সামাজিক ছবিটাও ক্রমেই সামনে আসছে। সাধারণ মানুষের বর্তমান অবস্থার ছবিটা অনেকটাই পরিষ্কার হয়েছে।

বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সকলের সামনে আসল ছবিটা তুলে ধরার জন্য সবটা করা হয়েছে। ৭৫ শতাংশ কোটার পরে ২৫ শতাংশ আসন ফাঁকা থাকবে। তবে যারা বলছেন তাদের জাতির সংখ্যা কমে গিয়েছে অথবা সংখ্যা নিয়ে যাদের সন্দেহ রয়েছে তারা ঠিকঠাক বলছেন না। ১৯৩১ সালের পরে এটা প্রথম কাস্ট সার্ভে। কোনও যাচাই করা না হলে তারা কীভাবে আসল সংখ্যাটা জানবেন?

তবে বিজেপি এই কোটা বৃদ্ধিতে সমর্থন জানিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সম্রাট চৌধুরী জানিয়েছেন, এই কোটা বৃদ্ধি নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে পুরো সমর্থন জানিয়েছে বিজেপি। আমলা বলছি এসসির জন্য সংরক্ষণ ১৬ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করা হোক। এসটি সংরক্ষণ ১ শতাংশ থেকে বাড়িয়ে ২ শতাংশ করা হোক। যেখানেই সংরক্ষণের ব্যাপার রয়েছে সেখানেই সমর্থন জানাচ্ছে বিজেপি।