ENG vs PAK | Cricket World Cup 2023: ছিটকেই গেল পাকিস্তান, সেমিতে চার দল চূড়ান্ত, কবে কোথায় জোড়া মহাযুদ্ধ?

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইডেন গার্ডেন্সে (Eden Gardens, Kolkata) শনিবার মুখোমুখি হয়েছে ইংল্য়ান্ড বনাম পাকিস্তান (ENG vs PAK , Cricket World Cup 2023)। ইংল্য়ান্ডের বিশ্বকাপের অভিযান অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। আর পাকিস্তান এই ম্য়াচ জিতলে, তাদের শেষ চারে যাওয়ার ক্ষীণতম আশা বেঁচে থাকত। তবে সেই সম্ভাবনার সঙ্গেই জুড়ে ছিল অত্য়ন্ত কঠিন অংকের গল্পও। কোনও অঙ্কই পাকিস্তান মেলাতে পারেনি। যার ফলে তাদের বিশ্বকাপের অভিযান আনুষ্ঠানিক ভাবে শেষ হয়ে গেল। এবার দেশে ফিরে যাওয়ার অপেক্ষা। পাকিস্তান ছিটকে যেতেই সেমি ফাইনালের চার দল চূড়ান্ত হয়ে গেল। কাপ জেতার লড়াইয়ে ১০ দলের মধ্য়ে থেকে পড়ে রইল চার দল- ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্য়ান্ড।

আরও পড়ুন: Rohit Sharma | Cricket World Cup 2023: চমকে দিল বরফদেশের ক্রিকেট বোর্ড, রোহিতের নেতৃত্বেই ঘোষিত তাদের দল!

এদিন বাবর আজমদের সবার আগে দরকার ছিল টস জেতার। প্রথমে ব্য়াট করে ইংল্যান্ডকে ২৮৭ রানে হারাতে পারলেই শেষ চারের টিকিট পেত পাকিস্তান। এদিন কয়েন মাটিতে নেমে আসতেই বাবরদের বিশ্বকাপের স্বপ্ন একপ্রকার শেষ হয় যায়। জস বাটলার টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেন। তাঁর টিম প্রথমে ব্য়াট করে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রান তোলে। সৌজন্য়ে বেন স্টোকসের ৮৪ ও জো রুটের ৬০। এরপরেই সমীকরণ আরও জটিল হয়ে যায়। বলা ভালো অসম্ভব হয়ে দাঁড়ায়। বাবরদের শেষ চারে যেতে গেলে মাত্র ৬.৪ ওভারেই রান ৩৩৮ তুলে ফেলতে হত। কিন্তু যা সম্ভবপর ছিল না। উল্টে পাকিস্তান ব্য়াট করতে নেমে ১০ রানের মধ্য়েই প্রথম দুই ওপেনারকে হারিয়ে ফেলে।

বিশ্বকাপের সেমি-ফাইনাল লাইন-আপ

১৫ নভেম্বর প্রথম সেমিফাইনাল: ভারত-নিউ জিল্য়ান্ড খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে
১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল: দক্ষিণ আফ্রিকা- অস্ট্রেলিয়া খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে

 

এই নিয়ে পরপর তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না পাকিস্তান:

২০০৩- মাত্র দুই জয়ের সৌজন্য়ে পুল ‘এ’-তে পাকিস্তান পাঁচে শেষ করেছিল
২০০৭- পুল পর্যায়ে তিন ম্য়াচে একটি জয় পেয়েছিল পাকিস্তান। উঠতে পারেনি শেষ আটে।
২০১১- সেমি ফাইনালে ভারতের কাছে মোহালিতে হেরেছিল
২০১৫- অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে হার
২০১৯- নিউ জিল্য়ান্ডের সঙ্গে সমসংখ্যক পয়েন্ট (১১) নিয়ে পাঁচে শেষ করে পাকিস্তান।

আরও পড়ুন: Sourav Ganguly | Cricket World Cup 2023: শামি-বুমরা-সিরাজ, আগুনে ত্রিফলাই কি সর্বকালের সেরা? সৌরভ বললেন…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)