Free dialysis: সরকারি হাসপাতালে নিখরচায় ডায়ালিলিস? ধাপে ধাপে এগোচ্ছে রাজ্য

সরকারি হাসপাতালে বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত ডায়ালিসিস ইউনিটগুলো কি নিজের হাতে নিয়ে রাজ্য সরকার? বিশেষজ্ঞ কমিটির সুপারিশ এবং সরকারের কর্মপদ্ধতি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে।

গত পাঁচ বছর ধরে বেসরকারি সংস্থাগুলি সরকারি মেডিকেল কলেজে ন্যায্যমূল্যে ডায়ালিসিস করে আসছে। বিভিন্ন মেডিক্যাল কলেজে ৮৮টি এই ধরনের ইউনিট রয়েছে। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে জানা গিয়েছে, স্বাস্থ্য ভবনের নির্দেশে পিপিপি মডেলে চলা ২৯টি ইউনিটের সঙ্গে চুক্তি হয়ে। বাকি ইউনিটগুলির সঙ্গে রাজ্য আর চুক্তি করেনি। ফলে সেই ইউনিটগুলির ভবিষ্যৎ অনিশ্চিত।

রাজ্য চাইছে নিঃখরচায় এই পরিষেবা দিতে সে কারণেই এমন পদপক্ষে। স্বাস্থ্যভবন থেকে দেওয়া বিজ্ঞপ্তিতেও বিষয়টি স্পষ্টও করা হয়েছে। তাতে বলা হয়েছে, পিপিপি মডেলে চলা অধিকাংশ ডায়ালিসিস ইউনিটগুলির চক্তি নবীকরণের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও তারা কাজ চালিয়ে গিয়েছে। যাদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের অবিলম্বে ভাড়া এবং বকেয়া বিল মিটিয়ে দিতে বলা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যাদের চুক্তি নবীকরণ করা হয়েছে, তাদের আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।

(পড়তে পারেন। স্টেশনে শুটিং করতে দিয়ে বিপুল আয় পূর্ব রেলের, এ বার অনলাইনে করা যাবে আবেদন)

বিনামূল্য ডায়ালিসিস পরিষেবা কী ভাবে চাল করা যায় তা খতিয়ে দেখতে একটি কমিটি তৈরি করেছিল স্বাস্থ্য দফতর। আট সদস্যের এই কমিটির সুপারিশ ছিল, ধাপে ধাপে সরকারি উদ্যোগে ইউনিটগুলি পরিচালিত হোক।

বর্তমানে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, এনআরএস, এসএসকেএম এবং মেডিক্যাল কলেজে হাসপাতালের উদ্যোগে ডায়ালিসিস ইউনিটগুলি পরিচালিত হয়।