Rohit Sharma | Cricket World Cup 2023: চমকে দিল বরফদেশের ক্রিকেট বোর্ড, রোহিতের নেতৃত্বেই ঘোষিত তাদের দল!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টানা আট ম্য়াচ জিতে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে টিম ইন্ডিয়া। ১৬ পয়েন্ট পকেটে পুরে আয়োজক দেশই সবার আগে চলে গিয়েছে বিশ্বকাপের শেষ চারে। আগামিকাল অর্থাৎ রবিবার ভারত বিশ্বকাপে লিগ পর্যায়ের শেষ ম্য়াচ খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED, Cricket World Cup 2023)। যে ম্য়াচ হতে চলেছে নেহাতই নিয়মরক্ষার। কারণ জেতা-হারায় ভারতের কোনও ফারাকই পড়বে না। যাই হোক না কেন ভারতের শেষ চারের টিকিট কাটা হয়ে গিয়েছে। ভারতের এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছে, দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর ব্য়াট প্রতি ম্য়াচেই কথা বলেছে। ছোট ইনিংস খেললেও, ভারতের হয়ে শুরুটা দারুণ করেছেন তিনি। ৮ ম্য়াচে ৪৪২ রান করেছেন হিটম্য়ান। আর রোহিতে মোহিত আইসল্য়ান্ড ক্রিকেটও (Iceland Cricket)। রোহিতের নেতৃত্বে তারা বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিয়েছে। 

আরও পড়ুন: Sourav Ganguly | Cricket World Cup 2023: শামি-বুমরা-সিরাজ, আগুনে ত্রিফলাই কি সর্বকালের সেরা? সৌরভ বললেন…

বরফদেশের ক্রিকেট বোর্ড ট্যুইট করে যে তালিকা ঘোষণা করেছে, সেখানে রোহিত ছাড়াও রয়েছেন আরও তিন ভারতীয়। রয়েছেন তারকা ব্য়াটার বিরাট কোহলি, স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, দুই আগুনে পেসার-জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি। আইসল্য়ান্ড ক্রিকেটের বিশ্বকাপ একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), বিরাট কোহলি, রাচিন রবীন্দ্র, ড্য়ারেল মিচেল, গ্লেন ম্য়াক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, মার্কো জানসেন, অ্যাডাম জাম্পা, জসপ্রীত বুমরা ও মহম্মদ শামি। আইসল্য়ান্ড বাইশ গজে এখনও পর্যন্ত সেভাবে ছাপ ফেলতে পারেনি ঠিকই। তবে তারা নানা মজার পোস্ট করে সোশ্যাল মিডিয়া জমিয়ে দিতে জানে। চলতি কাপযুদ্ধে রোহিতের স্বার্থহীন ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকেই। তাঁদের মতে রোহিত ব্য়ক্তিগত মাইলস্টোন ও রেকর্ড সবই ভুলে গিয়েছেন। অধিনায়কের চোখ শুধু কাপের দিকেই।

আরও পড়ুন: ENG vs PAK | Cricket World Cup 2023: কয়েন মাটিতে নামতেই পাকিস্তানের স্বপ্ন শেষ! কী বলছেন বিধ্বস্ত বাবর?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)