ICC World Cup 2023: England Vs Pakistan When And Where To Watch Get To Know

কলকাতা: একেবারে অলৌকিক হিসেব। অঙ্কটা জানলে যে কেউ বলবে, ধুর! এমনটা আবার হয় নাকি। কিন্তু এমনটাই যদি কোনওভাবে সম্ভব হয় যায়। তবেই কিন্তু সেমির টিকিট পাকা হয়ে যাবে পাকিস্তানের (Pakistan Cricket Team)। আজ ইংল্যান্ডের (England Cricket Team) বিরুদ্ধে আগে ব্যাটিং করার সুযোগ হলে ২৮৭ রানের ব্যবধানে জিততে হবে বাবরদের (Babar Azam)। অন্যদিকে যদি পরে ব্যাটিং করার সুযোগ আসে, তবে ইংল্যান্ড যে স্কোর বোর্ডে তুলবে সেই রান মাত্র ৫ ওভারের মধ্যে তুলে দিতে হবে পাকিস্তানকে (Pakistan Cricket Team)। আজ ক্রিকেটের নন্দনকাননে নিজেদের গ্রুপ লিগের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ইংল্য়ান্ড ও পাকিস্তান।

কাদের ম্যাচ

বিশ্বকাপে আজ মুখোমুখি ইংল্যান্ড বনাম পাকিস্তান

কোথায় খেলা

ম্যাচটি কলকাতার ইডেন গার্ডেন্সে

কখন শুরু?

ম্য়াচ শুরু দুপুর ২টোয়। তার ৩০ মিনিট আগে, দুপুর ১.৩০-এ হবে টস

কোথায় দেখবেন

টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে

কঠিন অঙ্ক, প্রায় অবাস্তব। কিন্তু এরপরও ইতিবাচক বাবর। পাক অধিনায়ক বলছেন, ‘এখনও এক ম্যাচ বাকি। কী হবে কে বলতে পারে। আমরা চাইব ভালভাবে ম্যাচটা শেষ করতে। তারপর কী হবে দেখা যাবে। আশা তো সব সময় রাখা উচিত। যে কোনও কাজে ইতিবাচক থাকা উচিত। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’ আরও বলছেন, ‘কীভাবে শেষ চারে ওঠা সম্ভব, সেই অঙ্ক আমাদের মাথাতেও রয়েছে। আমরা সেই লক্ষ্যে ঝাঁপাব। সেই পরিকল্পনাও করা হচ্ছে। মাঠে নেমে শুরুতেই ওড়াব, তা নয়। হ্যাঁ, আক্রমণাত্মক খেলতে হবে কিন্তু সেটা পরিকল্পনামাফিক। ১০ ওভার ধরে ধরে স্ট্র্যাটেজি তৈরি করব। লক্ষ্য থাকবে পার্টনারশিপ গড়ে তোলা আর ক্রিজে থাকা। আমি বা ফখর (জামান) যদি ২০-৩০ ওভার ক্রিজে থাকি তাহলে বড় রান তোলা সম্ভব। তারপর রিজ়ওয়ান, ইফতিকাররা রয়েছে। আমাদের পরিকল্পনা তৈরি।’

ইংল্য়ান্ড অবশ্য আগেই ছিটকে গিয়েছে বিশ্বকাপ থেকে। তবে শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাঁরা ১৬০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। এমনকী দলের তারকা অলরাউন্ডার বেন স্টোকসের ফর্ম ফেরা বাটলার বাহিনীকে আত্মবিশ্বাসী করে তুলবে ইডেন ম্যাচের আগে। এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে মোট ৯১টি ম্য়াচ খেলেছে ইংল্যান্ড ওয়ান ডে ফর্ম্য়াটে। তার মধ্যে ৫৬টি ম্যাচ জিতেছে ব্রিটিশ বাহিনী। অন্য়দিকে ৩২টি ম্যাচে জিতেছে পাক শিবির। ৩ ম্যাচ অমীমাংসিত ছিল।