Investment in Bengal: পরিবহণ ক্ষেত্রে বাংলায় বিপুল বিনিয়োগ, গঙ্গাবক্ষে চালু হবে রো রো পরিষেবা

পরিবহণ ও পরিকাঠামো ক্ষেত্রে বড় বিনিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন জানিয়েছেন,আগামী চার-পাঁচ বছরে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বিনোয়োগের হবে। এই বিনিয়োগ শুধু স্থল পরিবহণ ক্ষেত্রেই নয় বিনিয়োগ হবে জল পরিবহণেও।

শুক্রবার এক বণিকসভার অনুষ্ঠানে সচিব জানিয়েছেন, রাজ্য আসবে ১২০০ বৈদ্যুতিক বাস। এর সঙ্গে গঙ্গাবক্ষে একাধিক জায়গায় চালু হবে রো রো পরিষেবা।

সচিব বলেন, ‘রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ থাকার ফলে এখানে শিল্পপতিরা পরিবহণ ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবে। আগামী দিনে ডিজেল চালিত গাড়ি বন্ধ হয়ে যাবে। তার বদলে রাস্তায় নামবে বৈদ্যুতিক গাড়ি। সে কারণে চার্জিং স্টেশন থেকে শুরু করে পরিকাঠামো তৈরিতে বিপুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।’ এই সব ক্ষেত্রে বিনিয়োগের জন্য তিনি শিল্পপতিদের আহ্বান জানান। সচিব বলেন,’রাজ্য সরকার শীঘ্রই লজিস্টিক পলিসি আনবে। তখন স্পষ্ট হয়ে যাবে বিনিয়োগের ক্ষেত্রেগুলি।’

(পড়তে পারেন। বছর ১২ পরে! ডিজিটাল ভারতে পুরানো কায়দায় চায়ের নিলাম ফিরছে কলকাতায়, ই-অকশন পছন্দ নয়)

এদিন অনুষ্ঠানে উপস্থিত শিল্পপতিদের পক্ষ থেকে গঙ্গাবক্ষে রো রো পরিষেবা চালু করার জন্য আবেদন করা হয়। যানবাহন, কন্টেনার ও পণ্য পরিবহণের করা জন্য বিশেষ জলযান পরিষেবাকে বলা হয় রো রো পরিষেবা। অনুষ্ঠানে আবেদন আসে রায়চক থেকে কুকড়াহাটির মধ্যে রো রো পরিষেবা চালু করার জন্য।

সৌমিত্র মোহন জানান, এই পরিষেবা চালু করা যায় কি না তা নিয়ে সমীক্ষা করা হবে। এছাড়া বরানগর থেকে উল্টো দিকের ঘাট পর্যন্ত রো রো পরিষেবা চালুরও পরিকল্পনা করেছে রাজ্য সরকার।