ODI World Cup 2023: Indian Captain Rohit Sharma Can Break Multiple Records Vs Netherlands, Know Details

বেঙ্গালুরু: চলতি বিশ্বকাপে আটে আট করে ফেলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। লক্ষ্য অপরাজিত থেকে বিশ্বকাপ (ODI World Cup 2023) খেতাব ঘরে আনা। সেই লক্ষ্যেই নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল (IND vs NED)। খাতায় কলমে ধারে, ভারে ডাচদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়া ইতিমধ্যেই মেগা টুর্নামেন্টের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেলছে। অপরদিকে, বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে নেদারল্যান্ডস। তাই আপাত অর্থে কাল নিয়মরক্ষার ম্যাচেই মুখোমুখি হচ্ছে দুই দল।

তবে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দুই মহাতারকার সামনে কিন্তু রেকর্ড গড়ার বড় হাতছানি রয়েছে। বিরাট কোহলি (Virat Kohli) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ম্যাচেই ওয়ান ডেতে শতরানের বিচারে সচিন তেন্ডুলকরের কৃতিত্বে ভাগ বসিয়েছেন। বেঙ্গালুরুর ফ্রাঞ্চাইজির হয়েই আইপিএল খেলেন ‘কিং কোহলি’। সেই মাঠেই সচিনের রেকর্ড ভেঙে ওয়ান ডে শতরানের হাফসেঞ্চুরি গড়ার হাতছানি বিরাটের সামনে। ডাচদের বিরুদ্ধে শতরানের গণ্ডি পার করলেই সচিনকে পিছনে ফেলে এককভাবে সর্বকালের সর্বাধিক ওয়ান ডে শতরান হাঁকানোর মালিক হয়ে যাবেন কোহলি।

চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৫৪৩ রান করে ফেলেছেন ভারতের মহাতারকা। তিনি আর ৫৭ রান করলেই কেরিয়ারে প্রথমবার বিশ্বকাপে ৬০০ রানের গণ্ডি পার করে ফেলবেন তিনি। প্রাক্তন অধিনায়কের পাশাপাশি বর্তমান অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কাছেও কিন্তু প্রচুর রেকর্ড গড়ার হাতছানি রয়েছে। ভারতের ‘হিটম্যান’ চলতি বিশ্বকাপে সর্বাধিক ছয় হাঁকিয়েছেন। তিনি এই বছর ২৪টি ওয়ান ডে ম্যাচে ৫৮টি ছয় মেরেছেন। ডাচদের বিরুদ্ধে আর একটি ছয় মারলেই, এক বছরে এককভাবে ওয়ান ডেতে সর্বাধিক ছয় মারার রেকর্ড নিজের নামে করবেন রোহিত। পিছনে ফেলবেন এবি ডি ভিলিয়ার্সকে।

রোহিত যদি পাঁচটি ছয় মারতে পারেন, সেক্ষেত্রেও তাঁর জন্য একটি বিশ্বরেকর্ড অপেক্ষা করে রয়েছে। তিনিই সেক্ষেত্রে প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে ৫০টি ছয় মারবেন। এখনও পর্যন্ত ক্রিস গেল বিশ্বকাপে সর্বাধিক ৪৯টি ছয় মেরেছেন। ভারতীয় অধিনায়কের ২০১৯ সালের বিশ্বকাপটা স্বপ্নের মতোই কেটেছিল। রেকর্ড পাঁচ পাঁচটি শতরানসহ মোট ৬৪৮ রান করেছিলেন। তিনি এই বিশ্বকাপেও বেশ ভাল ফর্মে। রোহিত এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত ৪৪২ রান করেছেন। তিনি আর ৫৮ রান করতে পারলেই সচিন তেন্ডুলকরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় দুই বিশ্বকাপে ৫০০ রানের গণ্ডি পার করবেন। 

সচিনের কৃতিত্বে ভাগ বসানোর পাশাপাশি সৌরভের রেকর্ড ভাঙারও হাতছানি রয়েছে ‘হিটম্যান’র সামনে। সৌরভ গঙ্গোপাধ্যায় ২০০৩ সালের বিশ্বকাপে ১১ ম্যাচে ৪৬৫ রান করেছিলেন। এটাই কোনও ভারতীয় অধিনায়কের এক বিশ্বকাপে সর্বাধিক রান। রোহিতের সামনে সেই রেকর্ড ভেঙে ফেলার হাতছানি রয়েছে। ২০০৩ বিশ্বকাপেই সৌরভের নেতৃত্বে ভারত টানা আট ম্যাচ জিতেছিল। নেদারল্যান্ডসকে হারালে রোহিত প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে বিশ্বকাপে টানা নয় ম্যাচ জেতার রেকর্ড গড়বেন। 

এখানেই শেষ নয়। ৮০ রান করতে পারলে মাত্র চতুর্থ ব্যাটার হিসাবে রোহিত শর্মা ওয়ান ডে বিশ্বকাপে ১৫০০ রানের গণ্ডি পার করবেন। ডাচদের বিরুদ্ধে সেটা সম্ভব হলে তিনি দ্রুততম ব্যাটার হিসাবে মাত্র ২৬ ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করবেন। আর সেঞ্চুরি হাঁকালে সচিন ও রিকি পন্টিংয়ের পার মাত্র তৃতীয় ব্যাটার হিসাবে ১১টি দলের বিরুদ্ধে ওয়ান ডে শতরান হাঁকাবেন তিনি।   

সূর্যকুমার যাদব এখনও পর্যন্ত খুব একটা আহামরি পারফর্ম করতে পারেননি। হার্দিক পাণ্ড্য আর বাকি বিশ্বকাপ খেলতে পারবেন না। তাই সূর্যর উপর ফিনিশার হিসাবে গুরু দায়িত্ব থাকবে। ডাচদের বিরুদ্ধে তাঁকে পরখ করে নেওয়ার একটা সুযোগ পাবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। ভারতের বোলিং বিভাগ তো গোটা টুর্নামেন্ট জুড়েই অনবদ্য ফর্মে। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজরা সব ম্যাচই খেলেছেন। নিয়মরক্ষার ম্যাচে বুমরাদের বিশ্রাম দেওয়ার একটা সুযোগ রয়েছে বটে। সেক্ষেত্রে হার্দিকের বদলে দলে আসা প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানো হতে। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট উইনিং কম্বিনেশন আদৌ ভাঙতে চাইবে কি না, সেই বিষয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে।

অপরদিকে, নেদারল্যান্ডসের এই ম্যাচ থেকে পাওয়ার কিছুই নেই। তাঁদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা কার্যত নেই। ডাচদের টপ অর্ডার ব্যাট হাতে তেমন রান পায়নি। আরিয়ান দত্ত নিজের বোলিংয়ে বেশ প্রভাবিত করেছেন। তবে বিশ্বের সেরা স্পিন খেলা ব্যাটারদের বিরুদ্ধে নিজের দক্ষতা পরীক্ষা করে নেওয়ার একটা সুযোগ রয়েছে তাঁর সামনেও। চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের চার ম্যাচে প্রথমে ব্যাট করা দুই দল যেখানে নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে ৪০১ ও ৩৬৭ রান করেছে। সেখানে বাকি দুই ম্যাচে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ১৫৬ ও ১৭১ রানে অল আউট হয়ে গিয়েছে। তাই কাল বড় রানের ম্যাচ হবে না, দ্রুতই শেষ হবে ম্যাচ, তা কিন্তু আগেভাগে বলা সম্ভব নয়।  

সবশেষে বলা বাহুল্য বিশ্বকাপের ফার্স্টবয় বনাম লাস্টবয়ের লড়াইয়ে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের থেকে দুই ভারতীয় মহাতারকা ব্যক্তিগত রেকর্ড গড়তে পারছেন কি না, সেইদিকে সকলে বেশি করে নজর রাখবেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: ‘অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছি’, বিশ্বকাপে জনজোয়ারে উচ্ছ্বসিত বিসিসিআই সচিব জয় শাহ