Sudha Murthy: সুধা মূর্তি কি ‘দজ্জাল শাশুড়ি’? বউমার সঙ্গে সম্পর্কের ব্যাপারে বললেন নিজেই

একদিকে যেমন ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন, অন্যদিকে তেমনই লেখিকা, সমাজসেবীও। নারায়ণ মূর্তির মতোই সুধা মূর্তি ব্যক্তিত্বের রয়েছে নানা দিক। ভারত তথা গোটা বিশ্বের পরিচিত নাম সুধা মূর্তি। আবার অন্যদিকে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের শাশুড়ি। তবে বাড়িতে তিনি কেমন? অন্তত শাশুড়ি হিসেবে? বউমা অপর্ণা কৃষ্ণনের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে এবার মুখ খুললেন পদ্মভূষণপ্রাপ্ত লেখিকা সুধা মূর্তি। সুধা মূর্তির ছোট গল্পের একটি সিরিজ সম্প্রতি প্রকাশিত হয়েছে ইউটিউবে। সেটির পিছনে অবদান রয়েছে তাঁর পুত্রবধূ অপর্ণার। 

(আরও পড়ুন: এই শাক খেলে আর ‘পচবে’ না লিভার! হার্টও কাজ করবে তরুণদের মতো)

এই বিত্তশালী পরিবারে বউমার সঙ্গে কেমন সম্পর্ক তাঁর শাশুড়ির? সিরিয়ালে অবশ্য উচ্চবিত্ত পরিবারের কোন্দল দেখেই কেউ কেউ অভ্যস্ত। বউমা-শাশুড়ি মানেই আদায়-কাঁচকলায় সম্পর্ক দেখানো হয় প্রায়ই। তবে মূর্তি পরিবারের বাস্তবটা অন্যরকম বলেই জানালেন সুধা। শাশুড়ি-বউমার ‘চিরকালীন দ্বন্দ্ব’ কি তাঁদের মধ্যে নেই। এমনকী দুজনের মধ্যে কোনও প্রতিদ্বন্দ্বিতার আবহও নাকি নেই। যে যার কাজ নিয়েই সারাদিন ব্যস্ত থাকেন বলে জানালেন সংবাদমাধ্যমকে।

সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দেন সুধা। তাতে তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে পুত্রবধূ অপর্ণার পেশাগত বা ব্যক্তিগত কোনও প্রতিযোগিতা নেই। ইউটিউবে ছোট গল্পের অ্যানিমেশন সিরিজটি তাঁর বউমার মস্তিষ্কপ্রসূত। তাঁর কথায়, কনটেন্টগুলি তাঁর হলেও ভিডিয়োর পিছনে আসল কৃতিত্ব অপর্ণার।

(আরও পড়ুন: কাজের চাপে সময় দিতে পারেন না বাড়িতে? ৫ উপায়ে সেরা সময় কাটান পরিজনদের সঙ্গে)

অন্যদিকে অপর্ণা বলেন, পাঠকরাই এই কাজের অনুপ্রেরণা জুগিয়েছিলেন। কোনও বই প্রকাশের অনুষ্ঠানে গেলে পাঠকরা জিজ্ঞাসা করতেন কবে সুধা মূর্তির কনটেন্ট দেখা যাবে। তখনই এমন একটি পরিকল্পনার কথা মাথায় আসে তাঁদের। চাহিদা দেখেই সুধা মূর্তির অ্যানিমেটেড সিরিজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ইউটিউবে এই সুন্দর অ্যানিমেটেড গল্পগুলি দেখার সুযোগ পাবেন সকলে।

শাশুড়ি-বউমা প্রশ্ন শুনে সুধা হেসে হেসে বলেন, ‘আমি অপর্ণার কাজে নাক গলাই না। অপর্ণাও আমার কাজের পরিসরে নাক গলায় না। আমার মনে হয় যে বিষয় আমার জ্ঞান নেই সেই বিষয় মাথা না ঘামানোই ভালো। বলা ভালো একে অপরের কাজের পরিসরের হস্তক্ষেপ বা একে অপরকে ভুল বোঝার সময় আমাদের নেই’, বলেই আবার একগাল হাসি সুধার।