Sukanta Majumder: নিজে থেকে সিধে না হলে পুলিশকে পিটিয়ে সিধে করব, বিষ্ণুপুরে বিষোদ্গার সুকান্তর

এবার পুলিশকে পিটিয়ে সোজা করার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে এক সভায় একথা বলেন তিনি। সুকান্তবাবুর মন্তব্য নিয়ে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে।

এদিন সুকান্তবাবুকে বলতে শোনা যায়, ‘দিন বদলাচ্ছে। সময় থাকতে পুলিশ যদি সিধে না হওয়া তাহলে পিটিয়ে সিধে করব। বাংলার মানুষ সেই দিকে এগোচ্ছে।’

পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ি ভাঙচুর নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘দু’দিন আগে মন্ত্রীর বাড়িতে মানুষ ঢিল ছুড়েছে। একটা আদিবাসী ছেলে মন্ত্রীর পুকুরের মাছ চুরি করেছে বলে তাঁকে ওই বাড়িতে এনে মারধর করা হয়েছিল। লোক বলছে, তোমরা লোকের টাকা চুরি করছো তখন দোষ হয় না আর একটা মাছ চুরি করলেই দোষ? সময় এসেছে মানুষ জাগছে।’

তবে সুকান্তবাবুর মুখে এই ধরণের মন্তব্য বেমানান বলে মনে করছেন অনেকে। রাজনীতির লোক হলেও পেশায় তিনি অধ্যাপক। তাঁর মুখে হামলা বা আক্রমণের প্ররোচনা দেওয়া মানানসই নয় বলেই মনে করছে তারা।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, লোকসভা ভোট যত কাছে আসবে ততই বাড়বে রাজনৈতিক নেতাদের বাগযুদ্ধ। যার জেরে আগামী কয়েক মাস আরও বেশি করে শোনা যাবে এই ধরণের ভাষণ।