Canada PM Justin Trudeau: ‘যদি বড় দেশই আন্তর্জাতিক আইনকে ভঙ্গ করে…’নিজ্জর খুনে ফের মুখ খুললেন কানাডার PM

খলিস্তানি নেতা নিজ্জর খুনের ঘটনার পর থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন মন্তব্য করেছিলেন যা নিয়ে নানা চর্চা শুরু হয়ে গিয়েছিল। ফের এনিয়ে ব্যাখা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, গোটা বিষয়টির একেবারে শেষ দেখার জন্য় আমরা ভারতের সঙ্গে যোগাযোগ রাখছি। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, কানাডায় এমন একটা দেশ যেখানে সবসময় আইনের শাসন রয়েছে। যদি বড় দেশ আন্তর্জাতিক আইনকে ভঙ্গ করে তবে গোটা বিশ্ব প্রত্যেকের জন্যই ভয়াবহ হয়ে যাবে। ভারত যখন ভিয়েনা কনভেনভেনশনের শর্ত ভঙ্গ করে ও ভারতে থাকা ৪০জন কূটনীতিবিকে সরিয়ে দেয়…

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমরা ভারতের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক কাজ করতে চাই। আমরা ভারতের কূটনীতিবিদদের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করতে চাই। এটা কোনও লড়াই নয়…আমরা আইনের শাসনের উপর থাকতে চাই।

কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রথম থেকেই আমরা বলে আসছিলাম যখন আমরা জানতে পারলাম যে ভারতীয় এজেন্সি কানাডার মাটিতে কোনও কানাডার নাগরিককে হত্যার পেছনে রয়েছে, আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছিলাম যাতে তারা একযোগে এই ঘটনার তদন্তে আমাদের সঙ্গে কাজ করতে পারে, আমাদের বন্ধু দেশ ও সহযোগী যেমন আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছিলাম যাতে তারা সত্যিকারের এই সিরিয়াস ব্যাপারটার তদন্তে এগিয়ে আসে। আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। তদন্তকারী সংস্থা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে…

সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, আমাদের কাছে এটা খুব পরিষ্কার যে আমরা এই সিরিয়াস ব্যাপারটি নিয়ে ভারতের সঙ্গে কাজ করতে চাই। প্রথম থেকে আমরা আসল অভিযোগটা জানিয়েছি। …আমাদের দিক থেকে ভাবুন ব্যাপারটা…তবুও আমরা ইতিবাচকভাবে ভারতের সঙ্গে কাজ করতে চাই।

এদিকে বিগত কয়েক মাস ধরেই খলিস্তান ইস্যুতে ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কের গ্রাফ নিম্নগামী। কানাডা নিবাসী খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনাকে কেন্দ্র করে দুদেশের মধ্য়ে সম্পর্কের অবনতি হতে থাকে ক্রমশ। সেই হত্যাকাণ্ডে ভারত যোগের অভিযোগ তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী। যার পরে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ফলস্বরূপ দুই দেশই একে অপরের কূটনীতিককে বহিষ্কার করেছিল। ভারতের তরফে কানাডার ৪১ জন কূটনীতিককে দেশ ছেড়ে যেতে বলা হয়েছিল। এর জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। ভারতের নির্ধারিত সময়সীমার আগেই কানাডা তাদের ৪১ জন কূটনীতিককে ভারত থেকে সরিয়েছে বলে খবর।