IND vs NED | World Cup 2023: মাত্র ১২ রান… তারপরেই ইতিহাসের পাতায় নাম লেখাবেন রোহিত শর্মা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১২ নভেম্বর বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ লিগ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ২০২৩ বিশ্বকাপে দলের অধিনায়ক রোহিত শর্মা খুবই ভাল ফর্মে রয়েছেন। নেদারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে নিজের নামের পাশে ফের একটি দুর্দান্ত রেকর্ড লিখতে পারেন রোহিত। এই রেকর্ড থেকে তিনি আর মাত্র ১২ রান দূরে। এই ১২ রান করার পরেই তিনি শচীন টেন্ডুলকর এবং বীরেন্দ্র শেবাগের বিশেষ ক্লাবে যোগ দেবেন।

অসাধারণ ফর্মে রয়েছেন রোহিত

ভারতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা ২০২৩ বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং করছেন। বিরাট কোহলির পর দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৮ ম্যাচে ৫৫.২৫ গড়ে ৪৪২ রান করেছেন তিনি। একই সময়ে, কোহলির ব্যাট থেকে এখন পর্যন্ত৫৪৩3 রান হয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ১২ রান করে নতুন রেকর্ড গড়ে ফেলবেন রোহিত।

আরও পড়ুন: Haris Rauf | Cricket World Cup 2023: পাক পেসারের ‘ঐতিহাসিক’ লজ্জা ভারতে! চেয়েও পারবেন না তিনি ভুলতে

বিশেষ ক্লাবে প্রবেশ করবেন রোহিত

রোহিত শর্মা যদি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ১২ রান করতে সফল হন, তাহলে আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ১৪ হাজার বা তার বেশি রান করা ব্যাটসম্যান হবেন তিনি। ওপেনার হিসেবে রোহিত শর্মা এখনও পর্যন্ত ৩১১ ম্যাচের ৩২৪ ইনিংসে ১৩৯৮৮ রান করেছেন। ভারতের হয়ে এই মাইলফলক অর্জন করতে পেরেছেন শুধুমাত্র শচীন টেন্ডুলকর এবং বীরেন্দ্র শেহবাগ। এমন পরিস্থিতিতে আজ রোহিত শর্মার সামনে রয়েছে সুবর্ণ সুযোগ।

আরও পড়ুন: ENG vs PAK | Cricket World Cup 2023: বিশ্বকাপ থেকে বিদায় পাকিস্তানের, লাগাতার তিনবার ওঠা হল না সেমিতে!

ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান

ভারতের হয়ে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে বীরেন্দ্র শেহবাগের। শেবাগ ৩৩২ ম্যাচের ৪০০ ইনিংসে ১৬,১১৯ রান করেছিলেন। এই সময়ে ৩৬টি সেঞ্চুরি ও ৬৭টি হাফ সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। একই সঙ্গে এই তালিকায় দ্বিতীয় নামটি শচীন টেন্ডুলকরের। শচীন ৩৪৬ ম্যাচের ৩৪২ ইনিংসে ১৫,৩৩৫ রান করেছিলেন। ১৩,৯৮৮ রান নিয়ে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)