Jyotipriya Mullick: অসুস্থ জ্যোতিপ্রিয়কে সরকারি হাসপাতালে পাঠানোর আবেদন আইনজীবীর, বিরোধিতায় ইডি

স্বাস্থ্যপরীক্ষার পর রবিবার দুপুরেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আদালতে নিয়ে গেল ইডি। এদিন দুপুরে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে মন্ত্রী বলেন, ‘আমার বাঁ দিক গিয়েছে। বাঁ দিকে সবটাই গিয়েছে।’ ইডি সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের অবস্থা স্থিতিশীল।

এদিন সকালে জ্যোতিপ্রিয়কে যতটা বিধ্বস্ত দেখিয়েছিল দুপুরে অবশ্য ততটা দুর্বল মনে হয়নি তাঁকে। CGO কমপ্লেক্স থেকে বেরিয়ে বাম হাত নাড়াননি। ডান হাতে ধরে ছিলেন কয়েকটি ব্যাগ। সেগুলি ইডি আধিকারিকদের হাতে দিয়ে গাড়িতে উঠে পড়েন তিনি।

জ্যোতিপ্রিয়র এই অসুস্থতা শুনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, উনি উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে চান। তাই এই অভিনয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘ওনাকে তো অ্যাপোলোর চিকিৎসকরা বলে দিয়েছেন সুস্থ।’

রবিবার জ্যোতিপ্রিয়কে আদালতে পেশ করা হলে তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করার আবেদন জানান তাঁর আইনজীবীরা। পালটা জেল হেফাজতে পাঠিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় ইডি। এই পরিস্থিতিতে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষায় AIIMS-এর ডাক্তারদের ডাক পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে রবিবার সকালে স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার সময় জ্যোতিপ্রিয় বলেন, ‘আমি মরে যাব। অবস্থা খুব খারাপ।’’ স্বাস্থ্য পরীক্ষা করে ফেরার সময় তিনি বলেন, ‘‘আমার শরীর অত্যন্ত খারাপ। মৃত্যুশয্যা প্রায়। শরীরের এক দিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছে।’