Narendra Modi in Diwali: ‘যখন পিএম ছিলাম না তখনও…’ সেনাদের সঙ্গে দেওয়ালি উদযাপন করলেন মোদী, করালেন মিষ্টিমুখ

অনিরুদ্ধ ধর

সেনাদের সঙ্গে দেওয়ালির আনন্দ ভাগ করে নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিমাচল প্রদেশের লেপচাতে গিয়ে তিনি সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন। সেখানে গিয়ে তিনি দেওয়ালির শুভেচ্ছা জানান।

মোদী বলেন, গত ৩০-৩৫ বছর ধরে একটা দেওয়ালিও এমনটা হয়নি যে আমি আপনাদের সঙ্গে কাটাইনি। আমি যখন সিএম বা পিএম ছিলাম না তখনও সীমান্তে যেতাম। সুরক্ষা বাহিনীর সঙ্গে দেওয়ালি পালন করতে যেতাম।

এদিন মোদী জানিয়েছেন যেখানে সেনা জওয়ানদের মোতায়েন করা থাকে সেটা মন্দিরের থেকে কম কিছু নয়। মোদী সেনা জওয়ানদের মিষ্টিমুখ করান। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, আমাদের সাহসী নিরাপত্তা বাহিনীদের সঙ্গে দেওয়ালি কাটানোর বিষয়টি আমার কাছে অন্য অভিজ্ঞতা এনে দিল। এটা আবেগের ব্যাপার। পরিবার থেকে অনেক দূরে দেশের এই অভিভাবকরা তাঁদের আত্মত্য়াগের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করেন।

 

আমাদের নিরাপত্তা বাহিনীর সাহস অতুলনীয়। প্রচন্ড প্রতিকূল পরিবেশে তাঁরা কাজ করেন। পরিবার থেকে অনেক দূরে থেকে তাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেন। আমাদের জীবনকে সুরক্ষিত রাখেন। ভারত চিরদিন তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে। সেই সঙ্গেই এদিন প্রধানমন্ত্রী ২০১৬ সালের দেওয়ালি আর আজকের দেওয়ালির মধ্য়ে তুলনা করেন। যেভাবে ভারতের সুরক্ষাকে নিশ্চিত করার জন্য তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন তার উচ্চ প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সাহসী সেনারা সীমান্ত পাহারা দেন। তাঁদের জন্য এই দেশ সুরক্ষিত।হিমালয়ের মতো সুরক্ষা বলয় তৈরি করেন তাঁরা। আত্মনির্ভর ভারতের কথাও তুলে ধরেন তিনি। মোদী জানিয়েছে ৫০০ মহিলা অফিসারকে পার্মানেন্ট কমিশনে নিয়োগ করা হয়েছে। তিনি বলেন রাফালের মতো প্লেন চালাচ্ছেন ভারতের মহিলা পাইলটরা।

প্রধানমন্ত্রী সকলকে দেওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত ২০১৪ সালে প্রধানমন্ত্রী সিয়াচেনে গিয়ে সেনাদের সঙ্গে দেওয়ালি উদযাপন করেছিলেন। ২০১৬ সালে তিনি আইটিবিপির সঙ্গে দেখা করতে তিনি হিমাচল প্রদেশে গিয়েছিলেন। প্রতি বছরই তিনি দেওয়ালি কাটিয়েছেন সেনাদের সঙ্গে। গত বছর তিনি কার্গিল গিয়েছিলেন। এবার গেলেন হিমাচল প্রদেশে।