ODI World Cup 2023 India Give Target 411 Runs Against Netherlands Innings Highlights M.Chinnaswamy Stadium

বেঙ্গালুরু: বিশ্বকাপের (ODI World Cup) দলে তাঁরা সুযোগ পাবেন কি না, তা নিয়েই এক সময় ছিল ঘোরতর সংশয়। চোট-আঘাতে জর্জরিত হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন দুজনই। একজন তো আবার আইপিএলে মাঠেই নামতে পারেননি। তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দলকে। এমনকী, বিশ্বকাপের প্রথম ম্য়াচের আগে তাঁরা সম্পূর্ণ ফিট হবেন কি না, তা নিয়েও ছিল চর্চা। কোনও কোনও মহল থেকে তো এও ভাসিয়ে দেওয়া হচ্ছিল যে, আধাফিট কোনও ক্রিকেটারকে কেন বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে বয়ে বেড়ানো হবে।

সেই শ্রেয়স আইয়ার ও কে এল রাহুলই রবিবার আলো ছড়ালেন। তাও দীপাবলির সন্ধ্যায়। যেদিন আলোর উৎসবে মেতে ওঠে গোটা দেশ। আকাশে উড়তে দেখা যায় ফানুস, আতসবাজি। রবিবার বেঙ্গালুরুর আকাশে উড়ে বেড়াল সাদা বল। কারণ, একের পর এক বল গিয়ে পড়ল গ্যালারিতে। ভারতীয় ইনিংসে হল ১৬টি ছক্কা। যার মধ্যে ৯টি ছক্কা মারলেন শ্রেয়স ও রাহুল। ৫টি ছক্কা ও ১০টি চার-সহ ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত রইলেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স। রাহুল ছিলেন আরও আগ্রাসী মেজাজে। ৪ ছক্কা ও ১১টি বাউন্ডারি-সহ ৬৪ বলে ১০২ রান করলেন কর্নাটকের তারকা। জোড়া ছক্কা মেরে সেঞ্চুরি সম্পূর্ণ করলেন রাহুল। নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৪১০/৪ তুলল ভারত (IND vs NED)। ডাচদের সামনে ৪১১ রান তুলে ম্যাচ জেতার কঠিন চ্যালেঞ্জ।

রবিবারের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রেকর্ডের বন্যা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ভারতের ২০টির বেশি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস হল। ভেঙে গেল ২০১৯ সালের বিশ্বকাপের রেকর্ড। চার বছর আগে বিশ্বকাপে ১৯টি পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস হয়েছিল ভারতের। রাহুল ব্যক্তিগতভাবে রেকর্ড গড়লেন। তিনি এদিন ৬২ বলে সেঞ্চুরি করলেন। ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি। এই বিশ্বকাপেই আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। সেই রেকর্ড ভেঙে দিলেন রাহুল।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। ৫৪ বলে ৬১ রান করে তিনিই ভারতকে ঝোড়ো শুরু দেন। ৩২ বলে ৫১ করেন শুভমন গিল। হাফসেঞ্চুরি করেন বিরাট কোহলিও। আউট হন ৫১ রানে। তারপর থেকে শুধুই শ্রেয়স ও রাহুলের ব্যাটের মন্ত্রমুগ্ধতা।

আরও পড়ুন: ভারতকে দেখে শেখো, বিশ্বকাপে বিপর্যয়ের পর বাবরদের তোপ দাগলেন শোয়েব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial