ODI World Cup: What Will Happen If IND Vs NZ Semifinal Washed Out, Know The Rules Of World Cup

বেঙ্গালুরু: রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপের (ODI World Cup) গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও নেদারল্যান্ডস (IND vs NED)। যে ম্যাচ কার্যত নিয়মরক্ষার। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে আগেই শেষ চারে যাওয়া নিশ্চিত করে ফেলেছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা (Rohit Sharma and Virat Kohli)। অন্যদিকে ডাচরা বিশ্বকাপে নজর কাড়লেও, সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে।

ভারত-নেদারল্যান্ডস ম্যাচের আবহেও অবশ্য শুরু হয়ে গিয়েছে সেমিফাইনালের অঙ্ক। শনিবার ইডেন গার্ডেন্সে পাকিস্তান ইংল্যান্ডের কাছে হারতেই সেমিফাইনালের সূচি চূড়ান্ত হয়ে গিয়েছে। 

অবাস্তব লক্ষ্য ছিল পাকিস্তানের (Pakistan Cricket Team) সামনে। ইডেনে (Eden Gardens) ইংল্যান্ডের ৩৩৭/৯ ছাপিয়ে মাত্র ৬.৪ ওভারে জিতলে তবেই সেমিফাইনালের টিকিট পেতেন বাবর আজ়মরা (Babar Azam)। রান তাড়া করতে নেমে ৬.৪ ওভারে যখন পাকিস্তানের স্কোর ৩০/২, তখনই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, বাবরদের কাপ অভিযান শেষ। সেমিফাইনালে কোন দল কবে কাদের সঙ্গে কোথায় খেলবে, সেই সূচিও চূড়ান্ত হয়ে গেল তখনই।

পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করবে ভারত। ৮ ম্যাচে ১৬ পয়েন্ট টিম ইন্ডিয়ার। রবিবার রোহিত শর্মাদের ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে যদি কোনও অঘটন ঘটে এবং রোহিতরা হেরে যান, তাও ভারতই ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকবে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই ৯ ম্যাচ খেলে ফেলেছে। তাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলের দুইয়ে তেম্বা বাভুমারা। শনিবার বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ১৪ পয়েন্টে শেষ করেছে অস্ট্রেলিয়াও। তবে রান রেটে সামান্য় পিছিয়ে থাকায় প্যাট কামিন্সরা শেষ করেছেন তিন নম্বরে। ৯ ম্যাচে ১০ পয়েন্ট আর +০.৭৪৩ রান রেট নিয়ে চার নম্বরে শেষ করেছে নিউজ়িল্যান্ড।

আগামী ১৫ নভেম্বর, বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের এক ও চারে থাকা দুই দল – ভারত ও নিউজ়িল্যান্ড প্রথম সেমিফাইনাল খেলবে। ১৬ নভেম্বর, বৃহস্পতিবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা দুই দল – অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচই শুরু হবে দুপুর ২টোয়। দেড়টায় হবে টস।

ভারত-নিউজ়িল্যান্ড সেমিফাইনাল যদি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে কী হবে?

ক্রিকেটপ্রেমীরা অনেকেই এই প্রশ্নের উত্তর খুঁজছেন। বিশ্বকাপে অবশ্য সেমিফাইনালের রিজার্ভ ডে থাকছে। অর্থাৎ, ১৫ নভেম্বর, বুধবার ভারত-নিউজ়িল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে পরের দিন, বৃহস্পতিবার হবে ম্যাচ। তবে কোনও কারণে বৃষ্টিতে রিজার্ভ ডে-তেও যদি ম্যাচ না করা যায়? তাহলে কী হবে?

নিয়ম বলছে, সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে যে দল পয়েন্ট টেবিলে এগিয়ে ছিল, তারাই যাবে ফাইনালে। সেক্ষেত্রে সুবিধা পাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কারণ, পয়েন্ট টেবিলে নিউজ়িল্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ভারত। তাই কিউয়িদের সঙ্গে সেমিফাইনাল ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়াই।

আরও পড়ুন: ইডেনে হাফসেঞ্চুরি, ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে এই রেকর্ড গড়লেন রুট

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial