Space News: মহিলা মহাকাশচারীর হাত থেকে ফসকে গেল টুল ব্যাগ, তারপর যা হয়েছে জানলে চোখ কপালে উঠবে

মহাকাশে ভাসছে টুল ব্যাগ। সেটা ঘুরছে পৃথিবীর চারদিকে। ইতিমধ্য়েই মহাকাশ বিজ্ঞানীদের নজরে পড়েছে বিষয়টি। কিন্তু এটা ওখানে গেল কী করে? আসলে যেটা বলা হচ্ছে, কেবলমাত্র মহিলাদের নিয়ে স্পেস ওয়াকের টিম তৈরি করা হয়েছিল। সেখানে নাসার মহাকাশ বিজ্ঞানী জেসমিন মোঘবেলি, লোরাল ও হেরি ছিলেন। কিন্তু গত ১ নভেম্বর তাদের হাত থেকে একটি টুলব্যাগ ফসকে  যায়। এরপর সেটা মহাকাশে প্রদক্ষিণ করতে থাকে। নাসা এমনটাই জানিয়েছে। 

মহাকাশে সূর্যের উপর নজর রাখতে পারে এমন যন্ত্রের মেরামত করা হচ্ছিল বলে খবর। তখনই একটি টুল ব্য়াগ হাত ফসকে বেরিয়ে যায়। এদিকে ফ্লাইট কন্ট্রোলাররা তাদের বাইরের ক্যামেরা দিয়ে বিষয়টি দেখতে পান। তবে ওই টুলব্যাগটির আর প্রয়োজন ছিল না। তবে সেই সঙ্গে তারা পর্যালোচনা করে দেখেন এটা থেকে ক্ষতির  কোনও সম্ভাবনা নেই। তাদের ব্লগে এমনটাই জানিয়েছে নাসা।

একটা সাদা রঙের প্যাকেটের মধ্যে রয়েছে এই টুল ব্যাগটি। ভালো বাইনোকুলারে সেটা দেখাও গিয়েছে। আর্থ স্কাই জানাচ্ছে এটা ইউরেনাসের থেকে কিছুটা কম উজ্জ্বল। এই ব্যাগটি পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে বলে খবর। 

গত সপ্তাহে জাপানী মহাকাশ বিজ্ঞানী সাতোশি ফুরুকাওয়া মাউন্ট ফুজির উপর ব্যাগটা দেখতে পেয়েছিলেন। মনে করা হচ্ছে আরও কয়েকমাস ব্যাগটি এভাবে মহাকাশে থেকে যাবে। আর্থ স্কাইয়ের মতে, ২০২৪ সালের মার্চ মাস নাগাদ এটা আবার পৃথিবীর আবহাওয়ায় ঢুকে পড়তে পারে। 

তবে এবারই প্রথম এই ধরনের ব্যাগ মহাকাশে হারিয়ে গেল এমনটা নয়।  ২০০৮ সালে আইএসএসের একটা অংশ মেরামত করা হচ্ছিল। তখনও একই ধরনের ঘটনা হয়েছিল। ২০০৬ সালে মহাকাশচারী পিয়ার্স সেলার্স মহাকাশে একটি যন্ত্রাংশ হারিয়ে ফেলেন।