Suvendu Adhikari: পরের বছর চোরমুক্ত বাংলায় শহিদ দিবস হবে, নন্দীগ্রামে বললেন শুভেন্দু

চব্বিশ সালের ১০ নভেম্বর যখন শহিদ দিবস হবে চোরমুক্ত বাংলা দেখবেন, নন্দীগ্রামের গোকুলনগরে ‘শহিদ দিবস’-এর মঞ্চ থেকে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনও শহিদ স্মরণকে কেন্দ্র করে তৃণমূল – বিজেপির রাজনৈতিক আকচা আকচির সাক্ষী থাকল নন্দীগ্রাম। শুভেন্দুর পালটা তৃণমূলের মুখপাত্র বললেন, ‘২৪ সালে কেন্দ্রে বিকল্প সরকার তৈরি হলে ১ মাসের মধ্যে শুভেন্দু অধিকারী জেলে যাবে।’

অন্যান্য বারের মতো এবারও গোকুলনগরে ‘শহিদ বেদী’র দু’পাশে সভা করে দুই দল। সকাল সাড়ে ৯টা নাগাদ সেখানে মালা দেন শুভেন্দু অধিকারী। এর পর শহিদদের অবদানের কথা স্মরণ করেন তিনি। বক্তব্যের শেষে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘এবার আমাদের হাইকোর্টে যেতে হয়নি। কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী নামাতে হয়নি। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আর পরের বছর যখন শহিদ স্মরণ হবে তখন পশ্চিমবাংলায় আর এই চোরগুলো থাকবে না। ২৪ সালের ১০ নভেম্বর যখন শহিদ দিবস হবে, চোরমুক্ত বাংলা দেখবেন। আমি আপনাদের কথা দিয়ে গেলাম’।

আরও পড়ুন: বিশ্বভারতীতে মেয়াদ শেষ বিদ্যুৎ চক্রবর্তীর, দায়িত্বে উপাচার্য সঞ্জয়কুমার মল্লিক

বিজেপির সভা শেষ হলে সেখানে শুরু হয় তৃণমূলের সভা। তবে এবার তেমন উত্তেজনা দেখা যায়নি। মোটের ওপর শান্তই ছিল পরিস্থিতি। সভায় হাজির ছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন ও মন্ত্রী পূর্ণেন্দু বসু। সভায় তৃণমূলের এক মুখপাত্র বলেন, ‘চব্বিশ সালে কেন্দ্রে বিকল্প সরকার এলে ১ মাসের মধ্যে শুভেন্দু জেলে যাবে।’

২০২১-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দু তৃণমূল ছাড়ার পর থেকেই নন্দীগ্রামে ১০ নভেম্বর পালন নিয়ে উত্তেজনার সূত্রপাত। গত বছর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল। এবার অবশ্য পরিস্থিতি ছিল শান্ত।