Death by Negligence: অবহেলায় মৃত্যুতে অভিযুক্তের সাত বছরের জেল, একটু বাড়াবাড়ি হয়ে যাবে, পর্যবেক্ষণ সংসদীয় কমিটির

নতুন প্রস্তাবিত ক্রিমিনাল ল অনুসারে সাত বছরের কারাদণ্ডের ব্যবস্থা করা হয়েছে অবহেলার মৃত্যুর পেছনে জড়িতদের বিরুদ্ধে।তবে সংসদীয় কমিটির দাবি এটা বেশ কড়া আইন। শাস্তিটা বেশি হয়ে যাচ্ছে। এই সাত বছরের শাস্তিটা কমিয়ে পাঁচ বছর করার ব্যাপারে সুপারিশ করেছেন তাঁরা। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন হোম অ্যাফেয়ার্স জানিয়েছে, কমিটি মনে করছে ১০৪( ১) ধারা অনুসারে যে শাস্তির কথা বলা হচ্ছে সেটা বেশি বলে মনে হচ্ছে। সেকারণে কমিটি সুপারিশ করছে যাতে এই শাস্তির মেয়াদ ৭ বছর থেকে কমিয়ে ৫ বছর করে দেওয়া যায়। 

পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি অন হোম অ্যাফেয়ার্সের মাথায় রয়েছেন বিজেপি এমপি ব্রিজলাল। সেই কমিটির পক্ষ থেকে দেখা হয়েছে যে ভারতীয় ন্যায় সংহিতায় বলা হচ্ছে গাফিলতিতে কারোর মৃত্যু হলে ও অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে গেলে অথবা পুলিশ বা ম্যাজিস্ট্রেটকে তিনি না জানালে ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

তবে কমিটি দেখেছে এই যে শাস্তির কথা বলা হচ্ছে সেটা একটু বেশি হয়ে যাচ্ছে।সেক্ষেত্রে কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে এই শাস্তির বহরটা কমিয়ে সাত বছর থেকে পাঁচ বছর করা যেতে পারে। 

ভারতীয় ন্য়ায় সংহিতার ১০৪ এর ১ ধারা অনুসারে কোনও ব্যক্তির অবহেলার কারণে অপর ব্যক্তির মৃত্যু হলে অভিযুক্ত ব্যক্তির জেল জরিমান দুটোই হতে পারে। এক্ষেত্রে তার সাত বছর পর্যন্ত জেল হতে পারে। তবে কমিটি তাদের পর্যবেক্ষণে দেখেছে এই যে প্রস্তাবিত কড়া শাস্তির কথা বলা হয়েছে এটা সংবিধানের ২০(৩) ধারার বিরোধী। কারণ সেখানে বলা হয়েছে কোনও ব্যক্তিকে তার নিজের বিরুদ্ধে সাক্ষী হিসাবে দাঁড়ানোর জন্য বাধ্য করা যায় না।

 এক্ষেত্রে নয়া এই আইনের ধারা নিয়ে আরও চিন্তাভাবনা করা দরকার বলে মনে করছে সংসদের স্ট্যান্ডিং কমিটি। সেই সঙ্গেই কমিটি জানিয়েছে যদি এই আইন প্রয়োগ করতেই হয় সেটা যেন কেবলমাত্র গাড়ি দুর্ঘটনার যে ঘটনাগুলি রয়েছে তার মধ্য়েই সীমাবদ্ধ রাখা হয়।