Fake call centre: গোয়ায় রয়েছে ভিলা, কুণালের ৬১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

ভুয়ো কল সেন্টার চালিয়েই কোটিপতি হয়েছিল কিংপিন কুণাল গুপ্তা। তবে সেই টাকা সোজা পথে আসেনি। সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা লুট করেছিল এই কুণাল। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক বিস্ফোরক তথ্য পেয়েছে সিআইডি এবং ইডি। এবার কুণাল এবং তার আত্মীয়দের নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। জানা গিয়েছে, কুণালের কোম্পানি মেসার্স মেট টেকনোলজিস্ট প্রাইভেট লিমিটেড ও অন্যান্যদের নামে দায়ের হওয়া মামলায় তদন্ত নেমে ইডি কুণালের প্রায় ৬১ কোটি ৮৪ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। 

আরও পড়ুন: রুদ্ধশ্বাস অভিযানে কল সেন্টার প্রতারণা চক্রের পান্ডাকে ধরল বিধাননগর পুলিশ

সব মিলিয়ে কুণালের ৩৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাছাড়া গোয়াতেও তার সম্পত্তি রয়েছে। সেখানে একটি ভিলা বা রিসর্ট রয়েছে কুণালের। এছাড়া বেঙ্গালুরুতেও বেশ কয়েকটি ফ্ল্যাট রয়েছে। কলকাতা এবং বেঙ্গালুরুতে তার ১০ ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে তার ফ্ল্যাটের সংখ্যা হল ১২টি।  সেগুলি সব বাজেয়াপ্ত করা হয়েছে। তাছাড়া তার ১৪ টি দামি গাড়ি অ্যাটাচ করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, এইসব সম্পত্তি প্রতারণার টাকা দিয়ে তৈরি করেছিল কুণাল। তার পরিবারের আরও কারও নামে সম্পত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তদন্তকারীরা অনুমান করছেন, এখনও পর্যন্ত ১২৬ কোটি টাকার প্রতারণা করেছে কুণাল। শুধু নিজের নামে নয়, আত্মীয়দের নামেও সংস্থা খুলে প্রতারণার টাকা সেখানে বিনিয়োগ করেছিল এই অভিযুক্ত। সেই সমস্ত কিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, কুণালের ৩৫ টি রেসিংয়ের ঘোড়া রয়েছে। শুধু ভুয়ো কল সেন্টার খুলেই প্রতারণায় নয়, বেআইনি অ্যাপ ও জুয়ার কারবার চালাত কুণাল।

মূলত টেক সাপোর্ট দেওয়ার নাম করে বিদেশি নাগরিকদের কল সেন্টারের মাধ্যমে প্রতারণা চালাত এই অভিযুক্ত। সম্প্রতি একের পর এক কল সেন্টারে হানা দিয়ে অনেককে গ্রেফতার করেছে সিআইডি এবং পুলিশ। সেই সূত্রে ভুয়ো কল সেন্টারের সূত্র ধরে কুণাল গুপ্তার বিষয়ে জানতে পারেন তদন্তকারীরা। এর পরেই তাকে গ্রেফতার করে। প্রথমে সিআইডি তাকে হেফাজতে নেয়। এর পরে এনফোর্সমেন্ট ডিরেক্টর কুণালকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারীরা জানতে পেরেছেন, মূলত আমেরিকা এবং ব্রিটেনের নাগরিকদের টেক সাপোর্ট দেওয়ার নাম করে প্রতারণা করত কুণাল। ইতিমধ্যে ৩০০ জন কুণালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। কুণাল সম্পর্কে আরও তথ্য পেতে আগেই ইন্টারপোলের সাহায্য চেয়েছিল ইডি।