Kunal Ghosh: মায়ের পায়ে জবা! মঞ্চে শ্য়ামাসঙ্গীত গাইলেন কুণাল, পেছনে হাত তুলে নাচ, এই Video মিস করবেন না

কুণাল ঘোষ। বর্তমানে তৃণমূলের মুখপাত্র। একটা সময়ে সারদা মামলায় গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। রাজ্য সরকারের পুলিশ গ্রেফতার করেছিল তাকে। সেই সময় তাঁর আওয়াজকে চাপা দিতে কার্যত উঠেপড়ে লাগত পুলিশ। প্রিজন ভ্য়ান বাজানোর জেরে চাপা পড়ে যেত কুণাল ঘোষের আওয়াজ। তবে সেসব আজ অতীত। এখন কুণাল ঘোষ শাসকদলের পরিচিত নাম। আর সেই কুণাল ঘোষ গান গাইলেন কালীপুজোর মঞ্চে। শুনে নিন সেই গান। শ্য়ামাসঙ্গীত গাইলেন কুণাল ঘোষ।

নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই গান গাওয়ার ভিডিয়ো। মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার মায়ের পায়ে জবা হয়ে..। গান গাইছেন কুণাল ঘোষ। বাজনাও বাজছে।আর তাঁর পেছনে হাত নেড়ে নেড়ে নাচ করলেন দুজন।

কুণাল ঘোষ লিখেছেন, মায়ের পায়ে জবা হয়ে..উদ্যোগের অনুষ্ঠান। শুভ দীপাবলি।

 

কুণাল ঘোষ সাংবাদিক। কুণাল ঘোষ লেখক। কুণাল ঘোষ রাজনীতিবিদ। আবার কুণাল ঘোষ মঞ্চে শ্য়ামাসঙ্গীতও গান। তবে এক্স হ্যান্ডেলে এই ভিডিয়ো পোস্ট করার পরেই ঝাঁপিয়ে পড়েছেন নেট নাগরিকরা। নানা মন্তব্য ভেসে আসছে। একজন লিখেছেন, ছি ছি আবার মিছে কথা।

একজন লিখেছেন, চাই না মাগো রাজা হতে এই গান গাইবেন না।এটা তৃণমূলের সঙ্গে মানানসই নয়। অপরজন লিখেছেন, ভ্যান চাপড়ানো অতি জঘন্য লোক দিয়ে এসব জাগয়া অপবিত্র করার কোনও মানে আছে। অপর একজন লিখেছেন পান্নালালকে মনে পড়ে গেল…

নানা ধরনের মন্তব্য ভাসছে সোশ্য়াল মিডিয়ায়। তবে কয়েকজন তারিফও করেছেন। তার গান শুনে সেই নেটিজেনরা লিখেছেন, ভালো হয়েছে।

তবে আপাতভাবে ভিডিয়ো দেখে যেটা বোঝা যাচ্ছে তিনি কোনও মঞ্চে গাইছেন। আর শ্যামাসঙ্গীত যখন তখন কোনও কালীপুজোর বিচিত্রানুষ্ঠানেই হতে পারে। এটা উদ্যোগের অনুষ্ঠান বলে জানা গিয়েছে। তবে জায়গার নাম জানা যায়নি। তবে কুণাল ঘোষের গান বেশ উপভোগই করছেন উদ্যোক্তারা। কিন্তু সোশ্য়াল মিডিয়ায় পোস্ট হতেই সেই গায়ককে ঘিরে যেভাবে ট্রোল করা শুরু হয়েছে তা নিয়ে চর্চা চলছে পুরোদমে।