NCP MP Supriya Sule: শরদ পাওয়ারের ওবিসি লেখা সার্টিফিকেট কি সত্যি? মুখ খুললেন এনসিপি এমপি সুপ্রিয়া সুলে

বরামতীর এমপি তথা এমসিপি নেত্রী তথা শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। এবার শরদ পাওয়ারের ওবিসি সংক্রান্ত যে সার্টিফিকেট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে তা নিয়েই প্রশ্ন তুললেন তিনি। তাঁর মতে যে এসএসসি মার্কশিটের কথা বলা হচ্ছে তা পুরো ভুয়ো। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই ধরনের ভুয়ো সার্টিফিকেট দেওয়ার বিষয়টি এখন একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। এই ধরনের নথিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ব্যাাপরটা অত্যন্ত ছেলেখেলার ব্যাপার। আর এটার উপর ভিত্তি করে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। এটা ঠিক নয়।

এখানেই থেমে থাকেননি তিনি। সুপ্রিয়া সুলে জানিয়েছেন, আমার তো সন্দেহ আছে পাওয়ার যখন স্কুলে পড়তেন তখন এই ধরনের মার্কশিট আর স্কুল থেকে বের হওয়ার সার্টিফিকেট ইংরাজিতে প্রিন্ট করা হত কি না। এই ধরনের নথি পেশ করা যথেষ্ট হাস্যকর।

এদিকে সম্প্রতি কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন শরদ পাওয়ার। তবে চিকিৎসকরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। তার মধ্য়েই সামনে এল এই ধরনের সার্টিফিকেট।সেখানে তাঁকে ওবিসি বলে উল্লেখ করা হচ্ছে। তবে সুপ্রিয়ার দাবি পুরো ফেক সার্টিফিকেট ছড়িয়ে দেওয়া হচ্ছে।

সুপ্রিয়া সুলে জানিয়েছেন, পাওয়ার কিছুটা অসুস্থ ছিলেন। চিকিৎসকরা তাকে পরীক্ষা করে দেখেছেন। তাঁরা পরামর্শ দিয়েছেন যাতে তিনি বেশি জার্নি না করেন। বাড়িতে সাধারণ মানুষ তার সঙ্গে দেখা করছেন। আসলে এই যে সাধারণ মানুষের ভালোবাসা ঘিরে থাকে তাঁকে, সেটাই তাঁর আসল ওষুধ। সেটাই তাঁর আসল টনিক।

এদিকে শরদ পাওয়ারের পরিবারের এখন অন্যরকম বাতাবরণ। এনসিপির নীতির বিরুদ্ধে গিয়ে উপমুখ্যমন্ত্রীর চেয়ার পেয়েছেন অজিত পাওয়ার। এক্ষেত্রে দেওয়ালি কর্মসূচিতে তিনি অংশ নেবেন কি না তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সেই প্রশ্নের উত্তরে সুপ্রিয়া জানান অজিত নিজেই তাঁর অবস্থান স্পষ্ট করেছেন।

সুপ্রিয়া জানিয়েছেন অজিত পাওয়ার আর শরদ পাওয়ারের মধ্যে যে দ্বন্দ্ব সেটা একেবারেই রাজনৈতিক। এর সঙ্গে ব্যক্তিগত কোনও ব্যাপার নেই। পাওয়ার পরিবারের মধ্য়ে সুসম্পর্ক রয়েছে। পরিবারের মধ্যে ব্যক্তিগতস্তরে কোনও দ্বন্দ্ব নেই।

অন্যদিকে অজিত পাওয়ারের সম্প্রতি ডেঙ্গি হয়েছিল। শনিবার তিনি বাড়ির অনুষ্ঠানে মাস্ক পরে এসেছিলেন।