ODI World Cup 2023: Morne Morkel Resigns As Pakistan Fast-bowling Coach After World Cup Debacle

লাহৌর: বিশ্বকাপ (ODI World Cup) যখন শুরু হয়েছিল, আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল পাকিস্তান (Pakistan Cricket Team)। পরপর ২ ম্যাচে জয়। বাবর আজ়মদের মনে করা হচ্ছিল কাপ জয়ের দৌড়ে অন্যতম ফেভারিট।

শেষ পর্যন্ত পাক ক্রিকেট দলের সঙ্গী হয়েছে হতাশা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। আর তারপরই চাকরি ছাড়লেন পাকিস্তান দলের বোলিং কোচ মর্নি মর্কেল। তাঁর চুক্তির মেয়াদ যদিও এখনও এক মাস বাকি ছিল।

সোমবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তানের বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার। তাঁর পরিবর্তে কে দায়িত্ব নেবেন, সেই নাম শীঘ্রই জানানো হবে বলেও জানিয়েছে পিসিবি। তবে কেন এক মাস বাকি থাকতেও দায়িত্ব ছাড়লেন মর্কেল, তা জানানো হয়নি।

চলতি বছরের জুন মাসে মর্কেলকে বোলিং কোচ করা হয়েছিল। তাঁর সঙ্গেই আনা হয়েছিল মিকি আর্থারকে। টিম ডিরেক্টর হিসাবে। মর্কেল দায়িত্ব নেওয়ার পরই শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে ২-০ জিতেছিল পাকিস্তান। তারপর আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়। তবে এশিয়া কাপে হতাশা সঙ্গী হয় পাক দলের। সুপার ফোর থেকেই বিদায় নিতে হয়। হ্যারিস রউফ ও নাসিম শাহর চোটও ধাক্কা দেয় পাক শিবিরকে। নাসিম তো কাঁধের চোটে বিশ্বকাপ থেকে ছিটকেই যান। 

 

ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। শাহিন শাহ আফ্রিদিদের দায়িত্বে তখন হয়তো দেখা যাবে নতুন কোনও মুখ।

বিশ্বকাপে (ODI World Cup) জোড়া জয় দিয়ে শুরু। তারপর আমদাবাদের সেই ম্যাচ। প্রতিপক্ষ ভারত। একপেশেভাবে হেরে গেল পাকিস্তান। তারপরই যেন বিপর্যয়ের শুরু পাকিস্তানের। পরপর চার ম্যাচে হার। শেষ ম্যাচে ইডেনে ইংল্যান্ডের কাছেও পরাজয়। সব মিলিয়ে ৯ ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান।

আর তারপর থেকেই প্রাক্তন ক্রিকেটারদের তোপের মুখে বাবর আজ়মরা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক তো সাফ বলে দিচ্ছেন, ভারতকে দেখে শেখা উচিত পাকিস্তানের। পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও তুলোধনা করেছেন সানিয়া মির্জার স্বামী। একটি টেলিভিশন চ্যানেলে শোয়েব বলেছেন, ‘এই বিশ্বকাপে ভারতীয় দলকে দেখুন। সব বিভাগে সমান শক্তিশালী। আমি শুধু ব্যাটিং, বোলিং বা ফিল্ডিংয়ের কথা বলছি না। ভারতকে চোট-আঘাত সমস্যাও সামলাতে হয়েছে। তবে ওদের প্ল্যান বি তৈরি ছিল। রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হওয়াটাও খুব গুরুত্বপূর্ণ।’

শোয়েব আরও বলেছেন, ‘সব ফর্ম্যাটে রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হওয়া দরকার। তাদের সমানভাবে সুযোগ দেওয়া দরকার। যাতে সুযোগ এলেই সকলে প্রস্তুত থাকে। আমরা দল পুনর্গঠন শুরু করি। কিন্তু নিজেদের সিদ্ধান্ত অবিচল থাকতে পারি না। আমাদের সিদ্ধান্ত আঁকড়ে থাকতে পারি না। ভারতকে দেখে আমাদের শেখা উচিত।’