Rishi Sunak in Diwali: ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে দেওয়ালি উদযাপন, বিরাটের সই করা ব্যাট উপহার দিলেন এস জয়শঙ্কর

দেওয়ালি পালন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ১০ ডাউনিং স্ট্রিটের বাসভবনে সস্ত্রীক দেওয়ালির আনন্দে মাতেন তাঁরা। এমনকী ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকেও আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। এস জয়শঙ্কর স্ত্রীকে নিয়ে উপস্থিত হন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে। ভারতের বিদেশমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে একটি গণেশের মূর্তি উপহার দেন। এছাড়াও বিরাট কোহলির সই করা ব্যাটও তিনি উপহার দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। এর আগে একাধিক অনুষ্ঠানে তাঁকে বলতে শোনা গিয়েছে তিনি হিন্দু। এবার দেওয়ালির অনুষ্ঠানে অংশ নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা তাঁকে জানিয়েছি। সাম্প্রতিক সময়ে ভারতে ও ইউনাইটেড কিংডম সক্রিয়ভাবে সম্পর্ককে যথাযথ রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে। মিস্টার আর মিসেস সুনাককে ধন্যবাদ জানাচ্ছি তাঁদের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য। খবর এএনআই সূত্রে।

একাধিক ছবিতে দেখা গিয়েছে, বাসভবনের বাইরে করমর্দন করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ভারতের বিদেশমন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনে বসে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। দেওয়ালির বিশেয উপহারও তুলে দিলেন তিনি।

অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককেও দেখা যায় বাসভবনের বাইরে প্রদীপ জ্বালাতে। তাঁর স্ত্রীও প্রদীপ জ্বালান দেওয়ালিতে।

গোটা দেশ জুড়েই দেওয়ালির আনন্দ। অযোধ্যায় লক্ষ লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সেনা জওয়ানদের সঙ্গে হিমাচল প্রদেশে দেওয়ালি কাটিয়েছেন। এবার বিদেশের মাটিতেও দেওয়ালির আনন্দ ভাগ করে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ভারতের বিদেশমন্ত্রী একাধিক উপহার তুলে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে।