TikTok Ban in Nepal: ভারতের মতো এবার টিকটক নিষিদ্ধ করল নেপাল

টিকটক ভারতে ২০২০ সালে ব্যান করা হয়েছিল। তালিকায় ছিল আরও ৫৯টি অ্যাপ। এবার ভারতকেই অনুসরণ করল নেপাল‌। ভারতের প্রতিবেশী দেশে টিকটক ব্যান এখন‌ সময়ের অপেক্ষা। চাইনিজ আ্যপটির বিরুদ্ধে বেশ কিছু বছর ধরেই নানা অভিযোগ উঠছিল। নেপালের নাগরিকদের অনেকেই অ্যাপটির কার্যকলাপ নিয়ে উষ্মা প্রকাশ করছিলেন। এবার অ্যাপটির উপর নিষেধাজ্ঞা জারি করবে নেপাল সরকার। সম্প্রতি নেপালের ক্যাবিনেট বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

(আরও পড়ুন: ভারতীয় পড়ুয়ারা দলে দলে পাড়ি দিচ্ছে আমেরিকায়, সংখ্যা ছাড়াল চিনকেও)

গত সেপ্টেম্বর মাসে এই মর্মে পিটিশন দায়ের করা হয়। নেপালের সমাজবাদী মোর্চা পার্টির কোঅর্ডিনেটর যুবরাজ সাফাল পিটিশনটি দায়ের করেন। পিটিশনে বলা হয়, সামাজিক মাধ্যম হিসেবে জনপ্রিয় টিকটক। কিন্তু এর মাধ্যমে আদতে অশ্লীল ভিডিয়োর বাড়বাড়ন্ত শুরু হয়েছে বলে দাবি। চলছে অপরাধমূলক কাজকর্মও। পাশাপাশি দাবি করা হয়,  টিকটক অ্যাপ মারফত অশ্লীল ভাষায় আক্রমণ বেড়ে গিয়েছে। এই সব কারণেই  টিকটক ব্যান করার দাবি তোলা হয়। পিটিশন দায়ের করার পর পেরিয়েছে দুই মাস। এবার সেই পিটিশনকেই মান্যতা দিতে চলেছে সরকার। দ্রুত ব্যান করা হবে এই চিনা অ্যাপ। 

(আরও পড়ুন: আইন ভেঙে বাড়িতে টিউশন! ৮৯ স্কুল শিক্ষকের ব্যাপারে খোঁজখবর শুরু করল পর্ষদ)

সমাজে ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছে টিকটক। এমন অভিযোগ আগে থেকেই ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু অভিযোগ। যেমন কোনও নীতি মানা হচ্ছে না বলে দাবি অনেকের। যথাযথ নীতি ছাড়াই এই অ্যাপ চালাচ্ছে টিকটক কর্তৃপক্ষ। ফলে ব্যবহারকারীরা যেভাবে ইচ্ছে ব্যবহার করছেন শর্ট ভিডিয়োর অ্যাপ। নিয়ম না মানায় অপরাধমূলক কাজও বাড়ছে। অ্যাপ ব্যবহার করে প্রতারণাসহ নানা অপরাধে লিপ্ত হচ্ছে দুষ্কৃতীরা। 

সংবাদমাধ্যমে বলা হয়, সরকার তুলে ধরেছে সমাজের একটি বড় অংশের বক্তব্য। সমাজের একটি বড় অংশ এই অ্যাপের নিন্দা করছে। ঘৃণার প্রবৃত্তিতে উস্কানি দিচ্ছে বলে দাবি। তাই টিকটক বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। সোমবার এই নিয়ে বৈঠক হলেও কবে বন্ধ হবে তা জানা যায়নি। ভারতে নিষিদ্ধ হওয়ার আগে টিকটক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১২ কোটি। টিকটকের বড় বিনিয়োগের পরিকল্পনাও ছিল। কমবেশি ১০০ কোটি ডলার বিনিয়োগের আগেই ব্যান করা হয় অ্যাপটি‌।তবে গালওয়ান সংঘর্ষের প্রেক্ষাপটে চিনের অ্যাপের ওপর যখন কড়াকড়ি শুরু হয়, তখনই কপাল পোড়ে টিকটকের।