‘আমি আমার মতো’, সাক্ষাৎকারে অকপট মহুয়া জানালেন পছন্দের পুরুষ নিয়ে অভিজ্ঞতাও

‘ভারতীয় রাজনীতিতে তিনি বেমানান’। দ্য গার্ডিয়ানে মহুয়া মৈত্রর সাক্ষাৎকার ভিত্তিক নিবন্ধ শুরু হচ্ছে এই ভাবে। নিবন্ধের শিরোনামেও লেখা হয়েছে, ‘কী ভাবে ভারতীয় রাজনীতির নারী বিদ্বেষ এবং ভণ্ডামিকে নাড়িয়ে দিয়েছেন মহুয়া মৈত্র।’ সেই সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র অপকট বলেছেন অনেক কিছু। তাতে যেমন নিজের রাজনৈতিক অবস্থানও রয়েছে, তেমনই রয়েছে পুরুষদের নিয়ে তাঁর অভিজ্ঞতার কথাও।

সম্প্রতি ২০২০ সালে তোলা তাঁর জন্মদিনের ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যে ছবিতে ওয়াইনের গ্লাস হাতে মহুয়াকে দেখা যায়। ছবিগুলি নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মহুয়া। তিনি জানান তাঁর এক প্রাক্তন ছবিগুলি ক্রপ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার জন্য বিজেপির হাতে তুলে দিয়েছে।

সাক্ষাৎকারে মহুয়া তাঁর রাজনৈতিক অবস্থান জানিয়ে বলেছেন, ‘আমি কে তার জন্য আমি কোনও অজুহাত তৈরি করতে যাচ্ছি না। আমি অবস্থার সঙ্গে মানিয়ে নিতে নিজেকে পরিবর্তনও করতে যাচ্ছি না। ববং অবস্থা নিজেকে পরিবর্তন করুক আমার সঙ্গে।’

বিদেশে পড়াশুনা শেষ করে জেপি মর্গান চেজের সঙ্গে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসাবে নিউইর্য়ক এবং লন্ডনে কাজ শুরু করেন। ২০০৮ সালে তিনি ভারতীয় রাজনীতি যোগ দেন। মহুয়ার কথায়,’যখন আমি ভারতীয় রাজনীতিতে যোগ দিই, তখন আমার কাছে স্পষ্ট ছিল যে আমি জনজীবনে থাকতে চাই, কিন্তু তা নিজের মতো করে।’

গত কয়েক সপ্তাহ ধরে টানা সংবাদমাধ্যমের প্রচারে মহুয়া মৈত্র। কিন্তু তাঁকে একবারের জন্য ক্লান্ত হতে দেখা যায়নি। যার শুরুটা হয় তাঁর প্রাক্তন এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া ছবিকে কেন্দ্র করে। যে ছবি তাঁর প্রাক্তনই বিজেপির হাতে তুলে দিয়েছেন বলে দাবি মহুয়ার।  অকপট মহুয়ার কথায়, ‘পুরুষদের ক্ষেত্রে আমার পছন্দ ভয়ানক।’ 

সাক্ষাৎকারে মহুয়া জানিয়েছেন তাঁর এই অবস্থানের পিছনে তাঁর পরিবারের বড় ভূমিকা রয়েছে। কলকাতার এমন একটি পরিবারে তিনি বড় হয়েছেন, যেখানে নারী-পুরুষে কোনও বৈষম ছিল না। তাঁর কথায়, ‘আমার পরিবার প্রগতিশীল এবং অপ্রথাগত। একজন ভারতীয় মহিলার কেমন হওয়া উচিত, প্রচলিত সেই সব ধারণার উপর আমি বড় হইনি।’

মহুয়া জানিয়েছেন, পশ্চিমবঙ্গে এমন একটি দলের সঙ্গে রয়েছেন যার প্রধান একজন মহিলা। যাঁর দলের সাংসদদের অর্ধেক মহিলা। যে পশ্চিমবঙ্গে দেবীকে শক্তি রূপে পুজো করা হয়। তাঁর কথায়, ‘বাংলায় আমরা নারীকে বশীভূত নয় শক্তি হিসাবে দেখি। আমাদের দেবী কালী বা দুর্গা।’

সাংসদের বিরুদ্ধে দামী ও চটকদার পোশাক পরার অভিযোগ তুলেছে বিজেপি। এ প্রসঙ্গে মহুয়ার বক্তব্য,’আমি সব সময় নিজেকে ফিট রাখা পছন্দ করি। আমার ভোটাররা চান না যে আমায় অপরিষ্কার দেখতে লাগে। আমি যদি সাদামাটা পোশাক পরি তবে তাঁরা আমাকে উজ্জ্বল রং-এর পোশাক পরতে বলেন।’

তবে তিনি কি নিজেকে ভারতীয় রাজনীতিতে আদর্শ মহিলা হিসাবে তুলে ধরতে চান? এ প্রসঙ্গে মহুয়ার বক্তব্য, তিনি নিজেকে নিয়ে তেমন গর্ব করেন না। তবে বর্তমান সময়ে ভারতীয় রাজনীতিতে নতুন রোল মডেলের প্রয়োজন রয়েছে।