‘ঐশ্বর্যকে বিয়ে করলেই যে বাচ্চা…’! চূড়ান্ত অশালীন পাক ক্রিকেটার, জ্বলছে নেটপাড়া

মোদ্দা কথা

    জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের ক্রিকেটাররা খেলে যত না সুনাম অর্জন করেছেন, তার চেয়ে বহু গুণ বদনাম কুড়িয়েছেন। অবশ্য়ই ব্য়তিক্রমও রয়েছেন অনেকে। আর তাঁদের বদনামের অধিকাংশটা জুড়ে রয়েছে ম্য়াচ ফিক্সিং ও আলটপকা মন্তব্য়ের জন্য়ে। সম্প্রতি পাকিস্তানের প্রাক্তনরা ভুলভাল মন্তব্য়ের জন্য়েই আসছেন শিরোনামে। যা তাঁদের সোনালি ক্রিকেটের দিনগুলিও ভুলিয়ে দিয়েছে। সম্প্রতি আব্দুল রজ্জাক (Abdul Razzaq) তাঁর দেশের ক্রিকেট বিপর্যয় বোঝাতে গিয়ে, টেনে এনেছেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের নাম (Aishwarya Rai)। বলি নায়িকা ও প্রাক্তন বিশ্বসুন্দরীকে নিয়ে তিনি অত্য়ন্ত অশালীন মন্তব্য় করে ফেলেছেন। যার জন্য় ঝড় উঠে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। 

    আরও পড়ুন: Pakistan Bowling Coach Quits: শাহিনদের আর দেবেন না তালিম! ইস্তফা দিলেন পাক বোলিং কোচ

    চলতি বিশ্বকাপে, নয় ম্য়াচের মধ্য়ে পাঁচ ম্য়াচই হেরেছে পাকিস্তান। পয়েন্ট টেবলে পাঁচে শেষ করেই বাবর আজমদের বিশ্বকাপের বিদায়ঘণ্টা বেজেছে। এই নিয়ে, টানা তিনটি বিশ্বকাপের শেষ চারে যাওয়া হল না ওয়াঘার ওপারের ক্রিকেটীয় দেশের। পিসিবি-র প্লেয়ারদের উন্নতির জন্য ঘষামাজায় বিরাট অনীহার প্রসঙ্গে রজ্জাক আচমকা বলে বসেন, ‘ইউনিস খানের অধিনায়ক হিসেবে উদ্দেশ্য ভালো ছিল। আমাকে ভালো পারফর্ম করার জন্য় আত্মবিশ্বাস জুগিয়েছিল। সবাই এই পাকিস্তান দলের সদিচ্ছা নিয়ে কথা বলছে। আসলে আমাদের সেই ইচ্ছাই নেই যে, প্লেয়ারদের উন্নতির জন্য় তাদের ঘষামাজা করব।আপনি যদি মনে করেন যে, ঐশ্বর্য রাইকে বিয়ে করলেই বাচ্চা ভালো এবং ধার্মিক হবে, তাহলে তা কখনও হবে না।’ রজ্জাকের সঙ্গে সেই মঞ্চে ছিলেন আরও দুই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার। উমার গুল ও শাহিদ আফ্রিদিও শুনে চমকে যান। এই বক্তব্য়ের ক্লিপও রাতারাতি ভাইরাল হয়ে যায়। 

    পাক কিংবদন্তি পেসার শোয়েব আখতার এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার) এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁর প্রাক্তন সতীর্থের আচরণে ব্য়াপারে লেখেন, ‘আমি রজ্জাকের এই অনুপযুক্ত রসিকতা/তুলনার তীব্র নিন্দা করছি। কোনও মহিলাকেই এভাবে অসম্মান করা উচিত নয়। যাঁরা রজ্জাকের পাশে বসেছিলেন, তাঁরা না হেসে আর হাততালি দিয়ে, তখনই তাঁদের কণ্ঠ ছাড়তে পারতেন।’ গত শনিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল ইংল্য়ান্ড ও পাকিস্তান। ইংল্য়ান্ডের বিশ্বকাপের অভিযান অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। আর পাকিস্তান এই ম্য়াচ জিততে পারলেই, তাদের শেষ চারে যাওয়ার আশা বেঁচে থাকত। তবে সেই সম্ভাবনার সঙ্গেই জুড়ে ছিল অত্য়ন্ত কঠিন অংকের গল্পও। কোনও অঙ্কই পাকিস্তান মেলাতে পারেনি। যার ফলে তাদের বিশ্বকাপের অভিযান শেষ হয়ে যায়। অন্য়দিকে ইংল্য়ান্ডের জয়ে তাদের চ্য়াম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে দেয়। পাকিস্তান ছিটকে যেতেই সেমি ফাইনালের চার দল চূড়ান্ত হয়ে গেল। কাপ জেতার লড়াইয়ে ১০ দলের মধ্য়ে থেকে পড়ে রইল চার দল- ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউ জিল্য়ান্ড।  

  1. আরও পড়ুন: Rohit Sharma | Wasim Akram: ‘বিরাট-রুটকে নিয়ে কথা বলি, কিন্তু…’! রোহিতের জায়গা চেনালেন আক্রম
  2. (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)