Jaynagar Murder: সইফুদ্দিনের কাছ থেকে ১৫০০০ টাকা ধার নিয়েছিলেন খুনি সাহাবুদ্দিন, দাবি স্থানীয়দের

জয়নগরের বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের নিহত অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। স্থানীয়দের দাবি, ঘটনার পর সাহাবুদ্দিন নামে যে ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে সে গত সপ্তহেই টাকা ধার নিয়েছিল সইফুদ্দিনের কাছ থেকে। এমনকী নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত সাহাবুদ্দিন এলাকারই বাসিন্দা। সামনেই তাঁর মেয়ের বিয়ে। গত মঙ্গলবার মেয়ের বিয়ের জন্য সইফুদ্দিনের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নিয়েছিলেন সাহাবুদ্দিন। তার পর হঠাৎ কেন সে সইফুদ্দিনকে খুন করতে গেল তা বোধগম্য হচ্ছে না কারও। স্থানীয়দের একাংশের দাবি, সিপিএম নয়, অভিযুক্ত তৃণমূলেরই সদস্য।

সইফুদ্দিন লস্কর হত্যাকাণ্ডে ইতিমধ্যে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রামবাসীরাই তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের তরফে জানানো হয়েছে, কে বা কারা খুন করল তা জানতে সিআইডির সাহায্য নিচ্ছে পুলিশ। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

ঘটনার পর থেকে অগ্নিগর্ভ দলুয়াখাঁটি গ্রাম। অভিযোগ সইফুদ্দিন খুন হওয়ার পর সকাল সাড়ে ৭টা থেকে গ্রামের একের পর এক সিপিএম সমর্থকের বাড়িতে লুঠপাট করে আগুন লাগাতে থাকে তৃণমূল কর্মীরা। গ্রামের প্রায় ২৫টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। সব কিছু হারিয়ে শীতের রাতে খোলা আকাশের নীচে দাঁড়িয়েছে পরিবারগুলি।