ODI World Cup 2023 India-New Zealand Match Tickets Being Sold For Over 1 Lakh Rupee 1 Arrested

মুম্বই : নয়ে নয় করে ছুটছে ভারতের জয়রথ। এবার বিশ্বকাপের সেমিফাইনালের (World Cup 2023) মেগা ডুয়েল। সামনে সেই নিউজ়িল্যান্ড। যাদের কাছে ২০১৯ বিশ্বকাপে শেষ চারের লড়াইয়েই হারতে হয়েছিল মেন ইন ব্লুকে। কিউয়িদের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারের বদলা কি মুম্বইতে নিতে পারবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা ? এই প্রশ্নের উত্তরের দিকেই তাকিয়ে আসমুদ্রহিমাচল। আর বিশ্বকাপের (World Cup 2023) যে ম্যাচের টিকিট ঘিরে কার্যত হাহাকার। 

বাণিজ্য নগরীতে যে হাই প্রোফাইল ম্যাচের আগে টিকিট কালোবাজারি (Black Marketing of Ticket) করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে। পুলিশ সূত্রে খবর, এক লাখের বেশি টাকায় বিকিয়েছে একটি টিকিট ! পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া রাহুল গুরুবক্ষানি নামের যুবকের থেকে বিশ্বকাপ সেমিফাইনালের ২ টি টিকিট উদ্ধার হয়েছে। যে টিকিটগুলি প্রত্যেকটি ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করার তাল খুঁজছিলেন অভিযুক্ত। 

পুলিশের তরফে রাহুল ও আর একজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। অন্য এক অভিযুক্তের খোঁজ শুরু হয়েছে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার প্রবীন মুন্ডে ক্রিকেটভক্তদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন গোটা ঘটনা প্রসঙ্গে। প্রসঙ্গত, চলতি ক্রিকেট বিশ্বকাপে টিকিট কালোবাজারির ছায়া এই প্রথম নয়। ইডেন গার্ডেন্সের ক্রিকেট বিশ্বযুদ্ধের ম্যাচেও দেখা গিয়েছিল কালোবাজারি ছায়া। একাধিক জনকে গ্রেফতার করে পুলিশ। 

প্রসঙ্গত, সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পেয়েছিলেন মহম্মদ শামি। তাঁর আগুনে বোলিং কিউয়ি ব্যাটিং লাইনআপকে ছারখার করে দিয়েছিল ভারত। পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ২৭৪ রান তাড়া করতে নেমে চার উইকেটে ম্যাচ জেতে ভারত। এবার সেমিফাইনালের মঞ্চেও ভারত সেই ছন্দ বজায় রাখতে পারবে কি না সেটাই দেখার। মাঠের মহাযুদ্ধের আগে অবশ্য আলোচনার কেন্দ্রে ফের টিকিট কালোবাজারি।

                                                                                                                                   

আরও পড়ুন- আইসিসি হল অফ ফেমে স্থান, ঝলকে বীরেন্দ্র সহবাগের অনন্য কিছু ক্রিকেট কীর্তি