Sub-inspector killed: অবৈধ বালি বহনকারী ট্রাকের ধাক্কায় সাব-ইন্সপেক্টরের মৃত্যু, আহত ১ পুলিশ কর্মী

অবৈধভাবে খনন করা বালি পরিবহনকারী একটি ট্রাক্টরের ধাক্কায় সাব-ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। আহত আরও এক পুলিশকর্মী। মঙ্গলবার সকালে বিহারের জামুই জেলার রোপাওয়েল গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জামুইয়ের পুলিশ সুপারিনটেনডেন্ট, শৌর্য সুমনের জানিয়েছেন, ঘটনাটি সকাল ৭টা নাগাদ হয়। পুলিশ কন্ট্রোল রুম নওয়াদা জেলার নিকটবর্তী থানা এলাকা থেকে অবৈধ বালি খনন এবং পরিবহনের একটি ইনপুট পায়। এসআই প্রভাত রঞ্জনের নেতৃত্বে একটি পুলিশ দল অবৈধ খনন রুখতে ঘটনাস্থলে ছুটে যায়।

রোপাওয়েল গ্রাম থেকে বেআইনিভাবে খনন করা বালি বহনকারী একটি দ্রুতগামী ট্রাক্টরকে পুলিশের দল লক্ষ্য করে। পুলিশ চানওয়ার ব্রিজের কাছে ব্যারিকেড দিয়ে গাড়িটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু চালক সিগন্যালে না থেমে গাড়ি চালিয়ে দেয়। ট্রাকের ধাক্কায় এসআই গুরুতর আহত হন এবং একজন কনস্টেবলও আহত হন।

পুলিশ জানিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এসআই মারা যান। গুরুতর আহত পুলিশ কর্মী রমেশ কুমার শাহ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসপিসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

অপরাধীকে ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে। এসপি বলেন, ‘আমরা তদন্ত শুরু করেছি। এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারে। অপরাধীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তা আমরা নিশ্চিত করব।’

পুলিশ সদর দফতর, মুঙ্গের রেঞ্জের ডিআইজি এবং জামুই এসপিকে বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বলেছে। ডিজিপি আর এস ভাট্টি মৃত সাব-ইন্সপেক্টরের শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, তাঁদের আশ্বাস দিয়েছেন, সরকার উপযুক্ত ক্ষতিপূরণ দেবে।

বিহারের লক্ষীসরাই-নওয়াদা সীমান্তে অবৈধ বালি ও পাথরের খনন স্থানীয় প্রশাসনের কাছে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে।