ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের আগের রাতে মুন্সীগঞ্জের শ্রীনগরে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, মোটরসাইকেল ভাঙচুর ও দুই জনকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন মাশুরগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।  পুলিশ জানিয়েছে, অবরোধের সমর্থনে বিএনপির লোকজন ঘটনাস্থলে তিনটি ককটেল বিস্ফোরণ করে সড়কে দুটি টায়ারে অগ্নিসংযোগ করেছে।

এ সময় মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল অতিক্রমের সময় চালক জনি ও আরোহী নাহিয়ানকে মারধর করা হয়েছে। সেই সঙ্গে তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তারা পালিয়ে যান।

শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ঘটনাস্থল থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে মঙ্গলবার রাত ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন সড়ক ও পিটিআই এলাকায় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি আমিনুল ইসলাম।