ভাইফোঁটার দিনে দাদার সামনে বোনকে পিষে দিল ট্র‌্যাক্টর, মর্মান্তিক পথ দুর্ঘটনা বীরভূমে

আজ, ভাইফোঁটা। এদিনের সকালে ভাইয়ের সঙ্গেই মিষ্টি কিনতে গিয়েছিলেন বোন। কিন্তু এ যাওয়াই শেষ যাওয়া হয়ে গেল। আর বোন ফিরল না বাড়িতে। ফোঁটা দেওয়ার আগেই পথ দুর্ঘটনার বলি হলেন তরুণী। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল বীরভূমের নলহাটি এলাকা। মিষ্টি কেনাও হয়ে গিয়েছিল। রাস্তা পার করছিলেন বোন। বোন আসবে বলে রাস্তায় মোটরাবাইক নিয়ে অপেক্ষা করছিলেন দাদা। তখনই পিছন থেকে একটি ট্র্যাক্টর এসে ধাক্কা মারে বোনকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বোনের। বোনের মাথা পিষে দিল ট্র্যাক্টরের চাকা। আজ, বুধবার ভাইফোঁটার সকালে বীরভূমের নলহাটিতে এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে। বোনকে হারিয়ে কথা হারিয়েছেন দাদা।

স্থানীয় সূত্রে খবর, মৃতা বোনের নাম রীতা সাউ (‌২৫)‌। তাঁর বাপেরবাড়ি ঝাড়খণ্ড রাজ্যের মহেশপুরের কানিঝাড়া গ্রামে। শ্বশুরবাড়ি বীরভূমের মাড়গ্রামের ছোটচৌকি গ্রামে। আজ, বুধবার ভাইফোঁটার সকালে ভাইয়ের মোটরবাইকে চেপে নলহাটি এলাকায় বোন এসেছিলেন মিষ্টি কিনতে। কিন্তু এটাই যে শেষ যাওয়া তা কেউ কল্পনাও করতে পারেননি। মিষ্টি কিনে নিয়ে যাওয়ার কথা ছিল বাপেরবাড়ি। তার আগেই এমন মর্মান্তিক ঘটনা জীবনে ঘটে গেল। নলহাটিতে মোটরবাইকে পিছন থেকে ধাক্কা দেয় একটি ট্র‌্যাক্টর। তাতেই সব শেষ হয়ে যায়। আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হয়। বাড়ি গিয়ে দাদা কী বলবেন!‌ সেটা ভেবেই কুলকিনারা পাচ্ছেন না।

এদিকে পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রীতা সাউ (‌২৫)‌। বীরভূমের বাসিন্দা রীতাকে তাঁর শ্বশুরবাড়ি থেকে বাপেরবাড়ি নিয়ে যেতে আসেন দাদা। ভাইফোঁটার সকালে ভাই–বোন মিলে ঝাড়খণ্ড যাওয়ার কথা ছিল। কিন্তু পথ দুর্ঘটনা দাদার জীবন থেকে বোনকে কেড়ে নিল। বীরভূমের নলহাটির রামমন্দিরের কাছে পথ দুর্ঘটনা ঘটে। সেখানের মিষ্টির দোকান থেকে ভাইফোঁটার জন্য মিষ্টি কিনেছিলেন রীতা। আর মোটরবাইক নিয়ে অপেক্ষা করছিলেন দাদা কুশেন সাউ। তখনই একটি ট্র্যাক্টর রীতাকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর।

আরও পড়ুন:‌ ভাইফোঁটার দিনে হাওড়াগামী ট্রেনে আগুন আতঙ্ক, বীরভূমে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা

অন্যদিকে তড়িঘড়ি রীতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়েন মৃতার দাদা। মৃতার দাদা কুশেন বলেন, ‘‌আমার বাড়ি ঝাড়খণ্ডের মহেশপুর থানার কানিঝারা গ্রামে। বোনকে নিয়ে তিনি সেখানে যাচ্ছিলেন। পথ দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। আমাকে আর কেউ ভাইফোঁটা দেবে না।’‌ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নলহাটি থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক ট্র্যাক্টরকে আটক করেছে পুলিশ। তবে ট্র্যাক্টরের চালক পলাতক।