Calcutta stock Exchange: আর কয়েক মাসের অপেক্ষা, খুলতে পারে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ: Report

প্রায় ১১৫ বছরের পুরানো ক্যালকাটা স্টক এক্সচেঞ্চ। দীর্ঘ ১০ বছর ধরে বন্ধ হয়ে রয়েছে সেই স্টক এক্সচেঞ্জ। তবে এবার সেই স্টক এক্সচেঞ্জ খোলার ইঙ্গিত মিলেছে। সবদিক ঠিকঠাক থাকলে আগামী মার্চ এপ্রিল মাস নাগাদ এটা খোলার ব্যাপারে ইঙ্গিত মিলেছে। আসলে গত রবিবারই দেওয়ালি মহরতের দিন এনিয়ে ইঙ্গিত মিলেছিল। নতুন সম্বত ২০৮০ শুরুর দিনেই এনিয়ে ইঙ্গিত মেলে।

ব্রোকারদের একাংশের দাবি এই সম্বত বৎসর এবার শুভ লক্ষ্ণণকে সূচিত করেছে। এবার ক্য়ালকাটা স্টক এক্সচেঞ্জ ফের খুলতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে কলকাতা স্টক এক্সচেঞ্জ খোলা মানে বাংলার অর্থনীতির উপর বড় প্রভাব পড়বে। এই স্টক এক্সচেঞ্জকে কেন্দ্র করে আবার গমগম করবে সংশ্লিষ্ট এলাকা। এটা কলকাতার পক্ষে শুভ দিক বলে মনে করছেন অনেকেই।

দেশের তৃতীয় বৃহত্তম শেয়ার বাজার ক্যালকাট স্টক এক্সচেঞ্জকে লেনদেনের অনুমতি দেওয়া হতে পারে। এজন্য কিছু শর্ত পালন করতে হবে। তবে সেটা জানুয়ারির মধ্য়ে করার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে সব দিক ঠিক থাকলে আর মাত্র কয়েকমাসের অপেক্ষা। তারপর দরজা খোলা হতে পারে ক্য়ালকাটা স্টক এক্সচেঞ্জের।

উইকিপিডিয়া সূত্রে খবর, ১৯০৮ সালে পথ চলা শুরু হয়েছিল এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের। এটা কলকাতা শেয়ার বাজার বলেও পরিচিত। সেই সময় ১৫০জন সদস্যকে নিয়ে এই শেয়ার বাজার চালু হয়েছিল। তবে বর্তমান ভবনটি তৈরি হয়েছিল ১৯২৮ সালে। ১৯৯৭ সাল পর্যন্ত শেয়ার বেচাকেনার নিয়ম অনুসারেই এর কাজ পরিচালনা করা হত। তবে আগামী বছর ক্য়ালকাটা শেয়ার এক্সচেঞ্জ খোলে কি না সেটাই দেখার।