Flood control project: কেন্দ্রকে নিয়েই উত্তরবঙ্গের ৫ জেলায় বন্যা নিয়ন্ত্রণে ৫০০ কোটির প্রকল্প রাজ্যের

প্রতিবছর বর্ষার সময় ভুটান থেকে জল এসে ভাসে আলিপুরদুয়ার এবং কোচবিহার। আবার পাহাড়ে যদি বেশি বৃষ্টি হয় তবে বন্যা পরিস্থিতি তৈরি উত্তর দিনাজপুর এবং মালদা জেলায়। আবার ডুয়ার্সে বা বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে বেশি বৃষ্টি হলে প্লাবিত হয় দক্ষিণ দিনাজপুর। উত্তরবঙ্গের পাঁচ জেলার বন্যা প্রতিবছর রাজ্য সরকারের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। তাই উত্তরবঙ্গের পাঁচে জেলার বন্যা নিয়ন্ত্রণে ৫০০ কোটি টাকার দুটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প শুরু করতে চলেছে রাজ্য সরকার।

এই দুটি প্রকল্পের জন্য মোট খরচ ধরা হয়েছে ৪৯৬ কোটি টাকা। জানা গিয়েছে, একটি প্রকল্প গড়ে উঠবে মালদা এবং দুই দিনাজপুর জেলাকে নিয়ে। অন্য প্রকল্পটি গড়ে উঠবে আলিপুর এবং কোচবিহার জেলাকে নিয়ে।

এই প্রকল্প দুটিতে কেন্দ্রকেও জুড়তে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণে দুটি প্রকল্পের বিস্তারিত রিপোর্ট (ডিপিআর) তৈরি করা হয়েছে। সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের কাছে।

একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক হয়েছে রাজ্যের আধিকারিক। প্রকল্পের রিপোর্ট খতিয়ে দেখে জলশক্তি মন্ত্রক ছাড়পত্র দিলেই বন্যা নিয়ন্ত্রণের অন্যান্য প্রকল্প সঙ্গে তালিকাভুক্ত হবে এই প্রকল্প। এই প্রকল্পের আংশিক ব্যয় কেন্দ্রও করবে।

মূলত নদী ভাঙন রোধেই এই প্রকল্প। এর মাধ্যমে মহানন্দাস কুলহার এবং চিরামতী মতো নদীর ভাঙন রোধে কাজ শুরু হবে।

এছাড়া তোর্সা এবং জলঢাকা নদীর পাড়ও বাঁধানো হবে। এই প্রকল্পের অগ্রগতি নিয়ে আপাতত কেন্দ্রের দিকে তাকিয়ে নবান্ন।