ICC World Cup 2023 Semi Final: IND Vs NZ Probable Xi Get To Know

মুম্বই: ওয়ান ডে বিশ্বকাপের (One Day World Cup) সেমিফাইনালে আজ ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) দ্বৈরথ। চার বছর আগের নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ম্যাচেই সেমিতে হারতে হয়েছিল। বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। ম্যাঞ্চেস্টারে হারের বদলা আজ মুম্বইয়ের ওয়াংখেড়েতে নেওয়ার পালা। তার আগে দেখে নেওয়া যাক কেমন হতে পারে, ২ দলের সম্ভাব্য প্রথম একাদশ।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্ক চাপম্যান, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও লকি ফার্গুসন। 

ভারতের প্রতিপক্ষ নিউজ়িল্যান্ডকে কিন্তু বিশ্বকাপের সবথেকে ধারাবাহিক দল বললেও ভুল বলা হবে না। নাগাড়ে পাঁচ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে কিউয়িরা। নিউজ়িল্যান্ড দলের প্রধান শক্তি নতুন বলের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং, উভয় ক্ষেত্রেই তাঁদের আগ্রাসন। তরুণ রচিন রবীন্দ্র ইতিমধ্যেই টুর্নামেন্টে ৫৬৫ রান করে ইতিহাস গড়ে ফেলেছেন। নিজের প্রথম বিশ্বকাপে এত রান করার কৃতিত্ব আর কোনও ব্যাটারের নেই। ছন্দে রয়েছেন ডেভন কনওয়েও। আর মিডল অর্ডারে ডারিল মিচেলের আগ্রাসী ব্যাটিং, তাঁদের ভরসা জোগাচ্ছে। 

 


বোলিংয়ে টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টের জুটি বিশ্বের সেরা বোলিং জুটিদের অন্যতম। ভারতের স্পিন সহায়ক পিচে মিচেল স্যান্টনারও কিন্তু কিউয়িদের উইকেট এনে দিয়েছেন। তবে ম্যাট হেনরি চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন। বিগত চার বছরে তিনি ওয়ান ডে ফর্ম্যাটে বিশ্বের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক। তাঁর না থাকাটা নিঃসন্দেহে নিউজ়িল্যান্ড দলের বড় ধাক্কা। ম্যাচে খাতায় কলমে ঘরের মাঠে ভারতীয় দল ফেভারিট হিসাবেই নামবে। তবে নিউজ়িল্যান্ডকে যে কোনও পরিস্থিতিতেই দুর্বল ভাবা উচিত নয়, তা নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে বারংবার প্রমাণ করেছেন তাঁরা। টিম ইন্ডিয়া এই ম্যাচ জিতে ২০১৯ সালে পাওয়া ক্ষতে প্রলেপ দেবে না কিউয়িরা নাগাড়ে তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালের টিকিট পাকা করবে, এখন সেটাই দেখার বিষয়।