IND Vs NZ: Head To Head Stat Records And ODI World Cup Stats, Know Details

মুম্বই: আজ ওয়াংখেড়েতে বিশ্বকাপের (ODI World Cup 2023) প্রথম সেমিফাইনাল। চার বছর আগের মতো ফের একবার শেষ চারের লড়াইয়ে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড (IND vs NZ)। ম্যাঞ্চেস্টারে হৃদয়ভঙ্গ হয়েছিল, মুম্বইয়ে কি তার বদলা নেবে টিম ইন্ডিয়া? সকল ভারতীয় সমর্থকের মুখে মুখে এখন এই একটাই প্রশ্ন। কিন্তু মুখোমুখি লড়াইয়ে ভারত না নিউজ়িল্যান্ড, কে এগিয়ে? 

এখনও পর্যন্ত আন্তর্জাতিক ওয়ান ডেতে ১১৭ বার ভারত ও নিউজ়িল্যান্ড একে অপরের মুখোমুখি হয়েছে। ভারতীয় দল ৫৯টি ম্যাচ জিতেছে। নিউজ়িল্যান্ড জিতেছে ৫০টি ম্যাচ। সাতটি ম্যাচ অমীমাংসিতই শেষ হয়েছে, আর একটি ম্যাচ হয়েছে টাই। তবে বিশ্বকাপের মঞ্চে পরিসংখ্যানটা কিন্তু খানিকটা ভিন্ন। মেগা টুর্নামেন্টের মঞ্চে কিউয়িরা বরাবরই ভারতের কাছে শক্ত গাঁট। সেই ২০০৩ বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত স্টিফেন ফ্লেমিংয়ের নিউজ়িল্যান্ডকে হারিয়েছিল।

তারপর থেকে দুই দশক পেরিয়ে গিয়েছে। পরপর হারের পর অবশেষে এই বিশ্বকাপে কিউয়িদের হারিয়েছে ভারত। ধর্মশালায় ১২ বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে কি ফের একবার জিতবে ভারতীয় দল? না ম্যাঞ্চেস্টারে চার বছর পুরনো স্মৃতি ফের একবার মনে করিয়ে সেমিফাইনালেই ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে নিউজ়িল্যান্ড? সেটাই দেখার।

ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়ার রেকর্ড কিন্তু বেশ ভাল। এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দল মোট ২১টি ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছে। মোট ১২বার জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ৯টি ম্যাচ তাদের হারতে হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি বিশ্বকাপেই এই মাঠে ৩৫৭/৮ বোর্ডে তুলে নিয়েছিল ভারত। যা এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার এই মাঠে করা সর্বোচ্চ স্কোর এক ম্যাচে। 

তবে প্রথম সেমিফাইনালের আগেই শুরু হয়ে বিতর্ক। শোনা যাচ্ছে, ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচটি যে পিচে খেলার কথা ছিল, শেষ মুহূর্তে তা বদলে দ্বৈরথ হচ্ছে অন্য এক বাইশ গজে। যে পিচে বিশ্বকাপে ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে।

সূত্রের খবর, বুধবারের ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঝের পিচে খেলার কথা ছিল। যেটা এই মাঠের সাত নম্বর পিচ। এবং বিশ্বকাপের গ্রুপ পর্বে আরও যে চারটি ম্যাচ ওয়াংখেড়েতে আয়োজিত হয়েছে, তার কোনওটিই এই পিচে হয়নি। অর্থাৎ, যে উইকেট তরতাজা। এবং যে পিচে খেলা হলে নিউজ়িল্যান্ডের পেসাররা, বিশেষ করে ট্রেন্ট বোল্ট আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলে মনে করা হচ্ছিল। সেই জন্যই কি বদলে ফেলা হল পিচ?

এখন যা পরিস্থিতি, তাতে ৬ নম্বর উইকেটে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ হওয়ার কথা। যে পিচটি ঠিক মাঠের মধ্যিখানে নয়। চলতি বিশ্বকাপে দুটি ম্যাচ হয়েছে এই উইকেটে। ২১ অক্টোবর এই উইকেটেই ইংল্যান্ডকে ২২৯ রানে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২ নভেম্বর ভারত এই পিচে শ্রীলঙ্কাকে আরও বড় ব্যবধানে, ৩০২ রানে হারিয়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: কার ভাগ্যে বিশ্বকাপ ফাইনালের টিকিট? আজ কখন, কোথায় দেখবেন ভারত-নিউজিল্যান্ড মহারণ?