ODI World Cup: We Organized Fashion Show Among Us, Rohit Sharma Reveals Secret Of Team India

মুম্বই: প্রায় দেড় মাসের টুর্নামেন্ট। গ্রুপ পর্বে একাধিক শহরে গিয়ে খেলতে হয়েছে ৯টি ম্যাচ। যে চার দল সেমিফাইনালে উঠেছে, তাদের আরও ২টি শহরে সফর করতে হচ্ছে। শারীরিক ধকল তো আছেই, সঙ্গে মানসিক ক্লান্তি।

নিজেদের তরতাজা রাখতে পাকিস্তান ক্রিকেটারদের দেখা গিয়েছিল বিভিন্ন শপিং মলে সময় কাটাচ্ছেন। কলকাতায় এসেও বাবর আজ়মরা শপিং মলে গিয়েছিলেন। রোহিত শর্মা-বিরাট কোহলিরা (Rohit Sharma and Virat Kohli) নিজেদের মানসিকভাবে চাঙ্গা করতে কী করছেন?

রোহিত শর্মার জবাব শুনলে চমকে উঠতে হবে। নিউজ়িল্যান্ড (IND vs NZ) ম্যাচের আগে ভারত অধিনায়ক জানিয়েছেন, টানা খেলার ক্লান্তি কাটাতে ব়্যাম্পেও হেঁটেছেন তাঁরা। রোহিত বলেছেন, ‘আমরাও নানারকম অ্যাক্টিভিটি করি। ধর্মশালায় যেমন ফ্যাশন শো করেছিলাম। মজা হয়েছিল।’ সেখানে কে কী পরেছিলেন? সেই প্রশ্ন অবশ্য হেসে এড়িয়ে গিয়েছেন ভারত অধিনায়ক। বলেছেন, ‘কিছু বিষয় না হয় আমাদের মধ্যেই থাক।’

ঘটনা হচ্ছে, এই ধর্মশালাতেই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে নিউজ়িল্যান্ডকে হারিয়েছিল ভারত। আর বুধবার সেমিফাইনালে প্রতিপক্ষ সেই নিউজ়িল্যান্ডই। প্রতিপক্ষ হিসাবে যাদের সমীহ করছেন রোহিত। বলেছেন, ‘আমার দেখা সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ দল। প্রতিপক্ষ হিসাবে দারুণ।’

অধিনায়ক হিসাবে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামছেন। বিনিদ্র রজনী কাটল কি? রোহিতের জবাব, ‘স্নায়ুর চাপ থাকেই। সে যে দুশো ম্যাচ খেলেছে তারও থাকে আর যে ১০টি ম্যাচ খেলেছে তারও। তবে আমার সঙ্গে পরিবার থাকায় সুবিধা হয়। ওদের সঙ্গে সময় কেটে যায়। ক্রিকেট নিয়ে আলোচনা করি না। অন্যান্য নানা বিষয়ে কথা হয়। সারাক্ষণ ক্রিকেট নিয়ে ভাবলে মুশকিল।’

আগের ভারতীয় দলের সঙ্গে এবার কী তফাত? তুলনায় রাজি নন রোহিত। বলছেন, ‘আমি ২০১১ সালের বিশ্বকাপের দলে ছিলাম না। ২০১৫ ও ২০১৯ সালে ছিলাম। তুলনায় রাজি নই। তবে এবার দলেক সকলে জানে কার কী ভূমিকা। কার কী দায়িত্ব স্পষ্ট করে দেওয়া হয়েছে। বলছি না যে, ২০১৯ সালে তা ছিল না। আসলে ২০১৯ সালে আমি অধিনায়ক ছিলাম না। সিদ্ধান্ত নিত অধিনায়ক ও কোচ।’

অনেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালকে ভারতের প্রতিশোধের মঞ্চ বলছেন। কারণ, ২০১৯ বিশ্বকাপের শেষ চারে কিউয়িদের কাছে হেরেই বিদায় নিয়েছিল ভারত। রোহিত অবশ্য বলছেন, ‘চার বছর আগে কী হয়েছিল ভাবছি না। আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে।’

আরও পড়ুন: ABP Exclusive: আত্মহননের কথা ভেবেছিলেন, কপিল-মন্ত্রে সেই কুলদীপই এখন বিপক্ষের ত্রাস

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial