Virat Kohli Creates History Beats Sachin Tendulkar Record Most Runs In Single World Cup IND Vs NZ Semi Final

মুম্বই: সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ছুঁয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচেই। ওয়ান ডে ফর্ম্যাটে (ODI Cricket) ৪৯টি শতরানের মালিক হয়েছিলেন ইডেনে (Eden Gardens)। এবার বিশ্বকাপের এক মরসুমে সচিনের হাঁকানো সর্বোচ্চ ৬৭৩ রানের রেকর্ড ভেঙে ফেললেন বিরাট (Virat Kohli)। ২০০৩ বিশ্বকাপে সচিন দক্ষিণ আফ্রিার মাটিতে হওয়া বিশ্বকাপে (ICC ODI World Cup) ৬৭৩ রান করেছিলেন। এতদিন পর্যন্ত বিশ্বের যে কোনও ব্যাটারের বিশ্বকাপের মঞ্চে হাঁকানো সর্বোচ্চ রান ছিল সেটিই। এবার সেই রান টপকে গেলেন বিরাট (Virat Kohli)। এদিন অর্ধশতরান হাঁকানোর সঙ্গে সঙ্গে আরও একটি বিষয়ে মাস্টারকে টেক্কা দিয়ে দিয়েছেন বিরাট। বিশ্বকাপের কোনও একটি মরসুমে সর্বাধিক অর্ধশতরান হাঁকানোর তালিকাতেও বিরাট এই মুহূর্তে শীর্ষে। এই মরসুমে ৮টি অর্ধশতরান করেছেন কিং কোহলি। ২০০৩ বিশ্বকাপে ৭টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সচিন তেন্ডুলকর। ২০১৯ বিশ্বকাপে শাকিবের ব্যাট থেকেও এসেছিল ৭টি অর্ধশতরান। সে বছরই ওয়ার্নার ও রোহিত ৬টি করে অর্ধশতরান করেছিলেন।

 


এদিকে,  পেশির টানে মাঠ ছাড়লেন গিল। ৭৯ রানে অপরাজিত রয়েছেন তিনি। মুম্বইয়ের অসহ্য গরমেই হয়ত খেলতে কষ্ট হচ্ছিল ডানহাতি ভারতীয় ওপেনারের। বেশ কিছুক্ষণ মাঠে শুশ্রূষার পর মাঠ ছাড়লেন গিল (Subhman Gill)। অবসৃত হওয়ার মুহূর্তে ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়ে দুরন্ত ছন্দে ব্যাটিং করছিলেন ডানহাতি তরুণ ওপেনার। ২৩ তম ওভারের চতুর্থ বলে রান নেওয়ার সময় পায়ের পেশিতে টান লাগে শুভমনের। মাঠেই শুশ্রূষা করতে নেমে আসেন ফিজিয়ো। কিন্তু শুভমন আর ব্যাট করতে পারছিলেন না। তাঁকে মাঠ ছেড়ে বার হয়ে যেতে হয়। তবে এমসিসির নিয়ম অনুযায়ী শুভমন ফের মাঠে নামতে পারবেন ব্য়াট হাতে। তবে একমাত্র তখনই যখন ভারতের দ্বিতীয় উইকেট পড়বে বা কেউ ফের চোটা আঘাত পেয়ে যদি মাঠ ছাড়েন, তখনই। আপাতত বিরাট কোহলির সঙ্গে ক্রিজে রয়েছেন শ্রেয়স আইয়ার। এর আগে ৪৭ রান করে টিম সাউদির বলে ক্যাচ আউট হয়ে ফিরেছেন রোহিত শর্মা। এই ম্যাচে দুটো দলই তাঁদের আগের ম্যাচের একাদশই ধরে রেখেছে। কোনও পরিবর্তন করা হয়নি।