চাঁদার জুলুমবাজির শিকার হলেন অতিরিক্ত পুলিশ কমিশনার, মাথা ফাটানোর অভিযোগ

সম্প্রতি রাজ্যে একাধিক চাঁদার জুলুমবাজির ঘটনা প্রকাশ্যে এসেছে। চাঁদার জুলুমবাজির শিকার হয়েছেন পুলিশ কর্মী। আর এবার চাঁদার জুলুমবাজির শিকার হলেন খোদ পুলিশ কর্তা। চাঁদার জন্য অতিরিক্ত পুলিশ কমিশনারের মাথা মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি জলপাইগুড়ির ধুপগুড়িতে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার  ওয়াংডেন ভুটিয়ার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ আংরাভাষা এলাকায় এই ঘটনা ঘটেছে। এই অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: কালীপুজোয় চাঁদার জুলুমবাজির শিকার খোদ পুলিশ, বেধড়ক মারধর করার অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার আংরাভাষা এলাকায় জাতীয় সড়কে গাড়ি আটকে চাঁদার জুলুমবাজি চালাচ্ছিল স্থানীয় ক্লাবের সদস্যরা। সেই সময় অতিরিক্ত পুলিশ কমিশনারের গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তিনি বিষয়টি দেখার পরে গাড়ি থামিয়ে ক্লাবের সদস্যদের সতর্ক করেন এবং প্রতিবাদ জানান। এই ঘটনার জেরে পুলিশ সুপারের সঙ্গে তাদের বচসা বাঁধে। ঘটনায় ক্লাবের সদস্যরা পুলিশ সুপারের উপর হামলা চালায়। ঘটনার জেরে অতিরিক্ত পুলিশ সুপারের মাথা ফেটে যায়। খবর পেয়ে ধূপগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দ্রুত অতিরিক্ত পুলিশ সুপারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় বেশ কয়েকটি সেলাই পড়ে। এদিকে, অতিরিক্ত পুলিশ সুপারকে মারধরের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম হল–বিদ্যুৎ সূত্রধর, মদন সাহা, বিশ্বজি মণ্ডল। বুধবার দুপুরে তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। জেলার পুলিশ সুপার খান্ড বহালে উমেশ গানপত জানান, এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে। এরজন্য ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, সম্প্রতি, একের পর এক চাঁদার জুলুমবাজির খবর প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে কালীপুজোর চাঁদার জুলুমবাজির শিকার হয়েছিলেন এক পুলিশ কর্মী। তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। তিনি মহকুমা শাসকের নিরাপত্তারক্ষী ছিলেন। এছাড়াও আরও বেশ কয়েকটি চাঁদার জুলুমবাজির ঘটনা প্রকাশ্যে এসেছে। আর এবার চাঁদার জুলুমবাজির প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন খোদ পুলিশকর্তা।