যুদ্ধের পর একটি ‘প্রকৃত’ ফিলিস্তিন রাষ্ট্র থাকতে হবে: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস-ইসরায়েল সংঘাতের অবসানের পর ইসরায়েলের পাশাপাশি একটি ‘প্রকৃত’ ফিলিস্তিন রাষ্ট্র থাকতে হবে। বুধবার তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ও তার সহযোগী এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

যুক্তরাষ্ট্র সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে  বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, আমি আপনাদের বলতে পারি যে, দ্বিরাষ্ট্র সমাধান না হলে শেষ পর্যন্ত অবসান (সংঘাত) হবে না।

সম্প্রতি  দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টির ওপর প্রকাশ্যে জোর দিচ্ছেন বাইডেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। দীর্ঘদিন ধরে ফিলিস্তিন  রাষ্ট্র প্রতিষ্ঠা মার্কিন নীতির লক্ষ্য ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে এই ইস্যুতে কোনও অগ্রগতি অর্জিত হয়নি। সর্বশেষ এই উদ্যোগ বাস্তবায়নে মার্কিন প্রশাসন জোর দিয়েছিল ওবামার শাসনামলে যখন জন কেরি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েল কখন আহ্বান জানানো হবে, এই বিষয়ে তার নির্দিষ্ট কোনও ধারণা নেই। হামাস যখন ইসরায়েলিদের ওপর নৃশংস কর্মকাণ্ড ঘটাতে পারবে না  তখন লড়াইয়ের অবসান হবে। গাজায় হাসপাতালের নিচে এখনও অস্ত্র ও প্রযুক্তি রয়েছে হামাসের।

বাইডেন বলেছেন, কিছু জিম্মি মুক্তি পাবে বলে তিনি কিছুটা আশাবাদী। যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে কাজ করছে জিম্মিদের মুক্তির জন্য।