Deep Depression: পশ্চিমি হাওয়ার চাপে উপকূলের ধারেই ঘেঁষতে পারল না নিম্নচাপ, কাটল বর্ষণের শঙ্কা

সহায় হল পশ্চিমি হাওয়া। তাতেই রাজ্যের ওপর থেকে সরল নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরের ওপর অবস্থিত অতিগভীপ নিম্নচাপ থেকে আর কোনও দুর্যোগের সম্ভাবনা নেই রাজ্যে। শুধু বৃহস্পতিবার রাতে উপকূল লাগোয়া এলাকায় কিছু বৃষ্টিপাত হতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে রাজ্যে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন কৃষকরা। একদিকে মাঠ ভর্তি পাকা ধান। অন্য দিকে রবি শস্য চাষের প্রস্তুতিও শেষ। অনেক জায়গায় আলু বোনার জমি তৈরি হয়ে গিয়েছে। অনেক জায়গায় অলু বোনার কাজ চলছে। এখন বৃষ্টি হলে বড়সড় ক্ষতির মুখে পড়তেন চাষিরা। কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমি জেট বাতাসের কল্যাণে নিম্নচাপের তেমন প্রভাব পড়ল না দক্ষিণবঙ্গে।

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার বিকেলে উপকূলের জেলাগুলিতে বৃষ্টিপাত হয়েছে। ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। যার জেরে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচ সাময়িক বিঘ্নিত হয়। তবে নিম্নচাপের জেরে আর নাগাড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উপগ্রহচিত্র অন্তত তেমনটাই বলছে। মধ্যরাত পর্যন্ত বিক্ষিপ্ত হালকা বর্ষণ হতে পারে কয়েকটি জায়গায়।

আবহাওয়াবিদরা বলছেন, উত্তর ভারতের ওপর দিয়ে তীব্র বেগে বইতে শুরু করেছে শুষ্ক পশ্চিমি বাতাস। যা নিম্নচাপের দ্বারা সমুদ্র থেকে সংগৃহীত আদ্রতাকে মেঘে পরিণত হতে দিচ্ছে না। তাছাড়া নিম্নচাপের কেন্দ্রটি উপকূলের যত কাছে থাকবে বলে মনে করা হয়েছিল তীব্র পশ্চিমি হাওয়ার প্রভাবে শেষ পর্যন্ত তা হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলের ২০০ কিলোমিটার দূর দিয়ে বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে কেন্দ্রটি। যার জেরে নিম্নচাপের কোনও প্রত্যক্ষ প্রভাব পড়েনি দক্ষিণবঙ্গে।