Jyotipriya Mullick: ‘ভীষণ অসুস্থ’ জ্যোতিপ্রিয়, জেল হেফাজতের মেয়াদ ফুরালেও হাজির হচ্ছেন না আদালতে

শারীরিক অসুস্থতার জন্য জেল হেফাজতের মেয়াদ শেষে বৃহস্পতিবার সশরীরে আদালতে হাজির হচ্ছেন না রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার মমতা মন্ত্রিসভার সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক। সকালে জেল সূত্রে এমনই জানানো হয়েছে। অথচ মঙ্গলবারই জেলের সুপার বলেছিলেন, জ্যোতিপ্রিয় সম্পূর্ণ সুস্থ।

সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে জেল থেকে বেরোতে পারবেন না তিনি। তাই বৃহস্পতিবার তাঁকে সশরীরে আদালতে পেশ করবে না জেল কর্তৃপক্ষ। তবে তাঁকে ভার্চুয়ালি আদালতে পেশ করা হবে কি না সেব্যাপারে চূড়ান্ত কিছু জানা যায়নি। তাও সম্ভব না হলে এদিন আদালতে মন্ত্রীর প্রতিনিধিত্ব করবেন তাঁর আইনজীবীরা।

গত ২৭ অক্টোবর গ্রেফতারির পর আদালতে ইডি হেফাজতের নির্দেশ শুনেই মূর্ছা গিয়েছিলেন জ্যোতিপ্রিয়। তার পর ২ দিন বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলে তাঁর। এর পর ইডি হেফাজতে সুস্থই ছিলেন তিনি। কিন্তু ইডি হেফাজতের শেষ দিনে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রীমশাই। গত রবিবার তাঁকে ইডি হেফাজত থেকে জেল হেফাজতে পাঠায় আদালত। আদালতের পথে ও বেরনোর সময় বারবার তিনি নিজেকে অসুস্থ বলে দাবি করতে থাকেন। দাবি করেন, তাঁর বাম দিক ক্রমশ পক্ষঘাতগ্রস্ত হয়ে পড়ছে। এমনকী মৃত্যুভয়ের কথা জানান তিনি।

জেলে যাওয়ার পর সোমবার সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। কিন্তু তিনি সুস্থ আছেন বলে জানিয়ে জেলের চিকিৎসকরা পত্রপাঠ তা খারিজ করে দেন।

বিরোধীদের দাবি, নানা উপায়ে সরকারি হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করছেন জ্যোতিপ্রিয়। মন্ত্রী হওয়ায় নিজের ক্ষমতা ব্যবহার করে জেল থেকে নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করছেন তিনি।