KMC: দেওয়ালে প্রস্রাব রুখতে দেবতাদের ছবি কেন? হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ শুভেন্দুর

শহরকে পরিচ্ছন্ন রাখতে দেওয়ালে লাগানো হয়েছে হিন্দু দেবতাদের ছবি। কলকাতা পুরসভার ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এই কাজে হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে বলে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মেয়র ফিরহাদ হাকিমকে সময়সীমা বেঁধে দিয়ে এক্স হ্যান্ডেলে শুভেন্দু লিখেছেন, পুরসভা এব্যাপারে সক্রিয় না হলে হিন্দুরাই পদক্ষেপ করবে।

বুধবার কলকাতা থেকে প্রকাশিত একটি সংবাদপত্রের শহর সংস্করণে এক প্রতিবেদনে লেখা হয়েছে, শহরের ৮৬ নম্বর ওয়ার্ডে একটি দেওয়ালে পথচলতি পুরুষদের প্রস্রাব করার অভ্যাস বন্ধ করতে সেখানে লাগানো হয়েছে হিন্দু দেবদেবীদের ছবি। ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৌরভ বসু জানিয়েছেন, পরীক্ষা সফল হলে শহরের অন্যত্রও এই পদ্ধতি প্রয়োগ করা হবে। শহরকে পরিচ্ছন্ন করতে কলকাতা পুরসভার এই পদক্ষেপ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন শুভেন্দুবাবু। তাঁর প্রশ্ন, শুধু হিন্দু দেবতাদের ছবি কেন? ফিরহাদ হাকিম কি কাউন্সিলরকে এই কাজ করতে বাধ্য করেছেন? বছরের পর বছর মানুষ প্রস্রাব করে এমন জায়গায় হিন্দু দেবতাদের ছবি লাগানো হয়েছে কেন? এতে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে না?

শুভেন্দুবাবু আরও লিখেছেন, ‘রাতে অন্ধকারে দেবতাদের ছবি দেখতে না পেয়ে কেউ সেখানে প্রস্রাব করতে পারে তাই আলো লাগানো হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর। কিন্তু মাতাল ও নেশাড়ুদের কি এভাবে রোধা যাবে?’

তাঁর আরও প্রশ্ন, ‘তাহলে শহরকে পরিষ্কার রাখতে কলকাতা পুরসভা কি ‘ভগবান ভরসা’?’ ফিরহাদকে শুভেন্দুর হুঁশিয়ারি। আজকের মধ্যে ওই ছবি না সরলে ধরে নেব মেয়র হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিতেই এই কাজ করেছেন। কলকাতা পুরসভা পদক্ষেপ না করলে হিন্দুরাই ওই ছবিগুলি সরাতে ব্যবস্থা নেবে।