Liquor Real Time Data: মদ কিনলেই সঙ্গে সঙ্গে জানতে পারবে সরকার, বিশেষ সিস্টেম দোকানে-বারে

এবার রাজ্যে মদ বিক্রির একেবারে খুঁটিনাটি বিষয় একেবারে নখদর্পনে রাখতে চলেছে আবগারি দফতর। মানে মদ কিনলে তার তথ্য় সঙ্গে সঙ্গে সরকারের কাছে চলে যাবে। সেকারণে মদের দোকানে ই-পশ মেশিন চালু করার কথা বলা হচ্ছে। এর মাধ্যমে মদ বিক্রির একেবারে রিয়েল টাইম ডেটা থাকবে আবগারি দফতরের হাতে।

মানে কোন ব্র্যান্ডের মদের চাহিদা কেমন, উৎসবের সময় কেমন মদ বিক্রি হচ্ছে, বিশ্বকাপের ফাইনালের দিন মানুষ কতটা লাইন দিল মদের দোকানের সামনে, এসব তথ্য় সরাসরি পৌঁছে যাবে আবগারি দফতরের কাছে।এর জেরে কিছুটা সুবিধাই হবে রাজ্য সরকারের। তবে রাজ্যের কিছু মদের দোকানে এই সংক্রান্ত ইপশ ব্যবস্থা ইতিমধ্য়েই চালু করা হয়েছে। তবে এবার রাজ্যের সমস্ত মদের দোকানে এই ইপশ সিস্টেম চালু করার কথা বলা হয়েছে। এই ব্য়বস্থার মাধ্যমে রাজ্যের সমস্ত মদের দোকানের মদ বিক্রির তথ্য় সঙ্গে সঙ্গে জানতে পারবে রাজ্য সরকার। কোথাও কোনও লুকোছাপার অবকাশ নেই।

তবে এক্ষেত্রে এই ইপশ সিস্টেম আবগারি দফতরের তালিকায় থাকা ভেন্ডরদের কাছ থেকেই কিনতে হবে। তারপরই প্রত্যেক লাইসেন্সপ্রাপ্ত মদ বিক্রেতাদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড দেবে আবগারি দফতর।

কীভাবে কাজ করবে এই ইপশ ব্যবস্থা? এই ব্যবস্থার মাধ্যমে যেভাবে মলে গিয়ে জিনিসপত্র কেনা হয় সেভাবেই মদ বিক্রির সময় ক্য়াশ কাউন্টারের হ্যান্ডগান দিয়ে বার কোডের উপর ধরা হবে। এক্ষেত্রে যাবতীয় তথ্য় উঠে যাবে কম্পিউটারের সঙ্গে। আর সেই তথ্য় জানতে পারবে আবগারি দফতর। এর মাধ্যমে লুকিয়ে চুরিয়ে মদ বিক্রি বা মদের বিক্রির পরিমাণ সম্পর্কে জানা যাবে।

এই ব্যবস্থা কার্যকরী হলে আখেরে একাধিক লাভ হবে রাজ্যের। এক্ষেত্রে কোনও ব্যবসায়ী রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করলে তিনি তা করতে পারবেন না। সঠিক দামে মদ বিক্রি করতে হবে। কোথায় কত মদ বিক্রি হল তার সঠিক হিসাব থাকবে রাজ্য সরকারের কাছে। এর মাধ্যমে সরকারের আবগারি সংক্রান্ত পলিসি তৈরিতেও সুবিধা হবে।