ODI World Cup 2023: Mohammed Shami Steals Hearts: Delhi And Mumbai Police’s Twitter Banter Goes Viral

মুম্বই: ভারতের পেস বোলিংয়ের চেহারাটাই পাল্টে দিয়েছেন তিনি। যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) সঙ্গে পাল্লা দিয়ে প্রতিপক্ষ শিবিরে হানা দিচ্ছেন। ৬ ম্যাচে ২৩ উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী এখন মহম্মদ শামিই (Mohammed Shami)। তাঁর সাফল্যের মুকুটে নতুন পালক যোগ হয়েছে বুধবার। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে তিনিই সেমিফাইনালের সেরা। তাও এমন এক মঞ্চে, যেখানে বিরাট কোহলির মতো মহাতারকা সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের কীর্তি ভেঙেছেন। সেঞ্চুরি করে আরব সাগরের তীরে দীপাবলির রোশনাই ছড়িয়েছেন শ্রেয়স আইয়ারও।

সেই শামিকে নিয়ে এবার খুনসুটিতে মাতল দিল্লি ও মুম্বই পুলিশ। মুম্বইয়ের বুকে নিউজ়িল্যান্ডকে বল হাতে ধ্বংস করার পর দিল্লি পুলিশ তাদের এক্স হ্যান্ডলে লেখে, ‘মুম্বই পুলিশ, আশা করছি এই লাঞ্ছনার জন্য মহম্মদ শামির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না।’

তবে হাস্যরসের উপাদান দিয়েছে মুম্বই পুলিশও। দিল্লি পুলিশের উদ্দেশে তাদের এক্স হ্যান্ডলে পোস্ট, ‘দিল্লি পুলিশও তো দেখল না যে, অনেকের হৃদয় চুরি গেল। এ ব্যাপারে আরও সহ অভিযুক্ত রয়েছে।’

তবে কেউ যাতে এতে অন্য কোনও মানে না খোঁজেন, তাই এই খুনসুটির ব্যাখ্যাও দেওয়া হয়েছে। মুম্বই পুলিশ লিখেছেন, ‘প্রিয় নাগরিকরা, দুই রাজ্যের পুলিশই ভারতের সংবিধান জানে এবং বিশ্বাস করে বিষয়টা আপনারা মজা হিসাবেই দেখলেন…’

বিশ্বকাপে (World Cup 2023) বিশ্বরেকর্ড। রেকর্ড-খতিয়ানের চূড়ায় মহম্মদ শামি (Mohammed Shami)। ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে দ্রুততম ৫০ উইকেটের শিকার হওয়ার দিনেই ভারতীয় পেসার ছুঁয়ে ফেলেছেন কিংবদন্তিদের। গ্লেন ম্যাকগ্রা, অ্যান্ডি বিখেল, উইনস্টন ডেভিসের মতো কিংবদন্তি বোলারদের সঙ্গে একাসনে বসে পড়েছেন শামি। বিশ্বকাপের মঞ্চে পঞ্চম বোলার হিসেবে এক ম্যাচে ৭ উইকেট দখলের অনন্য কীর্তি গড়েছেন শামি। 

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৭ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। বিশ্বকাপের সেমিফাইনালে বাংলার পেসারের যে পারফরম্যান্স শুধু ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চেই নয় একদিনের ক্রিকেটেও কোনও ভারতীয় বোলারের পক্ষে সেরা পারফরম্যান্স। এর আগে ওডিআই ক্রিকেটে কোনও ভারতীয় পেসারই এক ম্যাচে ৭ উইকেট কখনও নিতে পারেননি। 

বিশ্বকাপের মঞ্চে এর আগে এক ম্যাচে ৭ উইকেট নিয়েছেন মাত্র ৪ জন বোলার। ক্রিকেট বিশ্বযুদ্ধের সর্বকালের সর্বাধিক উইকেট শিকারি গ্লেন ম্যাকগ্রা (৭১ উইকেট) যে তালিকাতেও রয়েছেন শীর্ষে। ২০০৩ বিশ্বকাপে মাত্র ১৫ রানের বিনিময়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন অজি পেস কিংবদন্তি। ওই বিশ্বকাপেই ঝুলিতে ৭ উইকেট পুরেছিলেন আরও এক অজি পেসার। অ্যান্ডি বিখেল ২০ রানের বিনিময়ে গড়েছিলেন যে কীর্তি।

আরও পড়ুন: প্রিয়তম মানুষ আর নায়কের সামনে কীর্তি, অবাস্তব লাগছে, বলছেন কোহলি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial