ODI World Cup 2023: Mohammed Siraj Remembers His Father In Heartfelt Post On Social Media

মুম্বই: বিশ্বকাপের (ODI World Cup 2023) সেমিফাইনালে নিউজ়িল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছে ভারতীয় ক্রিকেট দল (IND vs NZ)। আর মাত্র এক ম্যাচ জিতলেই বিশ্বখেতাব নিজেদের নামে করে ফেলবে টিম ইন্ডিয়া। তবে ভারতীয় দল ম্যাচ জিতলেও মহম্মদ সিরাজের (Mohammed Siraj) জন্য ব্যক্তিগতভাবে দিনটা কিন্তু খুব একটা সুখকর কাটেনি। সিরাজ নিজের নির্ধারিত নয় ওভারে ৭৮ রান খরচ করে মাত্র একটি উইকেট নেন। সেই ম্যাচের পরের দিনই নিজের সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট করেন সিরাজ।

বাবা লেখা এক ফোন কলের ছবি দিয়ে সিরাজ লেখেন, ‘আমি এই ফোনটাই দেখতে চাই।’ সিরাজের বাবা তাঁর টেস্ট অভিষেকের আগেই মারা গিয়েছেন। তবে তাঁর ক্রিকেটার হয়ে উঠার পিছনে তাঁর বাবার অবদান অনস্বীকার্য। বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোটা নিঃসন্দেহে যে কোনও ক্রিকেটারের কেরিয়ারের বড় সাফল্য। এই সাফল্য পেয়েই তাই বাবার কথা স্মরণ করেন সিরাজ।

গোটা বিশ্বকাপ জুড়েই বেশ ঘটা করে ম্যাচে সেরা ফিল্ডার হওয়া ক্রিকেটারকে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে। সেটা বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হচ্ছে। ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচে সেরা ফিল্ডার হওয়ার দৌড়ে ছিলেন কেএল রাহুল, মহম্মদ সিরাজ। তবে তাঁদের পিছনে ফেলে একাধিক ক্যাচ ধরে এবং দুরন্ত গ্রাউন্ড ফিল্ডিংয়ে ভর করে ম্যাচের সেরা ফিল্ডার নির্বাচিত হন রবীন্দ্র জাডেজা।

এদিন জাডেজার গলায় সেরা ফিল্ডার হওয়ার পুরস্কার হিসাবে একটি মেডেল তুলে দেন তাঁরই ভারতীয় দলের সতীর্থ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নিজের বিশেষ ভঙ্গিমায় জাডেজার নাম ঘোষণা করেন সূর্য। তিনি বলেন, ‘চিতার চাল, বাজপাখির নজর এবং রাজকীয় নবঘনের ফিল্ডিং থেকে কেউ বাঁচতে পারে না। যে কোনও সময় মেডেল জিতে নিতে পারে ও।’ বিসিসিআইয়ের তরফে গোটা ঘটনার মজাদার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়।

দুরন্ত এই জয়ের পরে ভারতীয় সাজঘরে খুশির মেজাজ।সেখানে টিম ইন্ডিয়ার সকলকেই উচ্ছ্বাসে ভাসতে দেখা যায়। বিরাট কোহলি, মহম্মদ শামি, শ্রেয়স আইয়ারদের তাঁদের সতীর্থরা শুভেচ্ছা জানান। এদিন ভারতীয় দলের সাজঘরে ম্যাচের পর হাজির হন যুজবেন্দ্র চাহালও। ভারতের বিশ্বকাপ দলে চাহাল সুযোগ না পেলেও, এদিন স্ত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন চাহাল। তাই ম্যাচ শেষে সূর্য, কোহলিদের সঙ্গে দেখা করতে সাজঘরে যান তিনি। আলিঙ্গন করে বিরাটকে বাহবা দিতেও দেখা যায় রোহিত শর্মাকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বিশেষ ভঙ্গিমায় ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচের সেরা ফিল্ডারের নাম ঘোষণা করলেন সূর্যকুমার