Pilot Death: বিমানবন্দরেই লুটিয়ে পড়লেন পাইলট, ৩৭ বছরেই মৃত্যু! ছুটি কাটিয়ে সবে ফিরেছিলেন

বৃহস্পতিবার দিল্লি এয়ারপোর্টে মর্মান্তিক মৃত্যু হল এয়ার ইন্ডিয়ার পাইলটের। বয়স মাত্র ৩৭ বছর। দিল্লি এয়ারপোর্টে মৃত্য়ু হল তাঁর। তবে তিনি কোনও ফ্লাইট নিয়ে উড়ে যাননি। প্রশিক্ষণের অংশ হিসাবে তিনি বিমানবন্দরে এসেছিলেন। সেখানেই মৃত্যু হল তাঁর। 

 তিনি অসুস্থ হওয়ার পরে সিপিআরও করা হয়েছিল। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে।

তবে কাজের চাপে তাঁর এই অবস্থা এমনটা মনে হয় ঠিক বলা যাবে না এক্ষেত্রে। কারণ এয়ার ইন্ডিয়ার ওই পাইলট দেওয়ালির ছুটি কাটিয়ে সবে ফিরেছিলেন। মৃতের নাম ক্য়াপ্টেন হিমানিল কুমার।

 এক পদস্থ ডিজিসিএ আধিকারিক জানিয়েছেন, ২৩ অগস্ট ওই ক্যাপ্টেনের মেডিক্যাল পরীক্ষা করা হয়েছিল। এরপর দেখা যায় তিনি মেডিকালি ফিট। বিমান নিয়ে ওড়ার ক্ষেত্রে তাঁর শারীরিক কোনও সমস্যাও ছিল না। তারপরেও এই পরিস্থিতি হল। প্রসঙ্গত ওই পাইলট বোয়িং ৭৭৭ এর টেকনিকাল কোর্স করছিলেন। ৩ অক্টোবর থেকে তিনি এই কোর্স করা শুরু করেছিলেন। কিন্তু ট্রেনিং করার সময়ই চলে গেলেন তিনি।

মনে করা হচ্ছে এয়ারপোর্টেই হার্ট অ্য়াটাক করে তার। এদিকে মেডিক্যাল পরীক্ষায় তার কোনও ত্রুটি ধরা পড়েনি। তাকে ফিট সার্টিফিকেটই দেওয়া হয়েছিল। তারপরেও মৃত্যু হল তার। 

এদিকে পাইলটদের একাংশ মাঝেমধ্যে অভিযোগ করেন তাদের রোস্টারে এমন সময় ডিউটি ফেলা হয় যে তাদের মধ্যে ক্লান্তি এসে যায়। প্রচন্ড চাপের মধ্যে তাদের কাজ করতে হয়। সেকারণেই তাদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে। কিন্তু এই পাইলট ছুটি কাটিয়ে ফিরছিলেন। সেক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে ছুটি না পাওয়ায় চাপে ছিলেন এমনটা বলা যাবে না।