Manik Bhattacharya: তথ্যে কারচুপি করতে প্রাগৈতিহাসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিলেন মানিক

OMR শিট কারচুপি মামলায় গ্রেফতার পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল ইডি। তদন্তকারীদের দাবি, নম্বরে কারচুপি করতে OMR শিটের স্ক্যান কপি রাখা তো দূরের কথা, উলটে প্রাগৈতিহাসিক এক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে চাকরিপ্রার্থীদের নম্বরের তালিকা তৈরি করেছিলেন মানিক। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ১০০ বছর আগে তৈরি COBOL নামে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিকিওরিটি বলে কার্যত কোনও বস্তু নেই। ইচ্ছা করলেই বদলে ফেলা যায় ওই ল্যাঙ্গুয়েজে তৈরি যে কোনও তালিকার তথ্য।

ইডির দাবি, তদন্তে তারা জানতে পেরেছেন, নম্বরে কারচুপি করতেই প্রাথমিকের সমস্ত OMR শিট নষ্ট করে ফেলেছেন মানিক ভট্টাচার্য। নষ্ট করার আগে OMR শিটের কোনও স্ক্যানড কপি রাখেননি তিনি। নম্বর এমন ভাবে সেভ করে রেখেছেন যাতে যে কোনও সময় বদলে ফেলা যায়। আর চাকরিপ্রার্থীদের তথাকথিত সেই নম্বরের তালিকা তৈরি করতে তিনি ব্যবহার করেছেন ১০০ বছর আগে আবিষ্কার হওয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোবল।

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে কোবলের কোনও ব্যবহার নেই। দীর্ঘদিন নতুন কোনও প্রোজেক্টে এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয় না। তবে কিছু ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে পুরনো কিছু কম্পিউটার রয়েছে। সেখানে কোবলের মাধ্যমে ক্রেডিট কার্ডের লেনদেনের তথ্যের মতো কিছু পরিসংখ্যান রাখা হয়। প্রযুক্তিবিদরা আরও বলছেন, কোবল ল্যাঙ্গুয়েজ একেবারেই সিকিওর নয়। যে কোনও সময় তার তথ্য সম্পাদনা করা যেতে পারে। তথ্য যে সম্পাদনা করা হয়েছে তার কোনও চিহ্নও থাকে না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটিতে।